Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নতুন ঘূর্ণাবর্তের আশঙ্কা, ফের ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা

 

Heavy-rain

সমকালীন প্রতিবেদন : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ জুলাই, বুধবার এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন-চার দিনে এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের দিকে চলে যাবে। এর জেরে ফের নতুন করে সক্রিয় হচ্ছে বর্ষা।


এছাড়াও, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। আর সেটি একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখাও অত্যন্ত সক্রিয়। এটি বর্তমানে দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


এই সবকটি সিস্টেমের সম্মিলিত প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


সোমবার পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ছয়টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে— বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।


উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ফের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুর জেলায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন