Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৯ জুলাই, ২০২৫

লর্ডস টেস্টে বুমরা ফিরলে বাদের তালিকায় থাকবেন কে?

 

Lords-Test

সমকালীন প্রতিবেদন : বার্মিংহ্যাম টেস্টে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। লিডসে ভারত হারের পর বার্মিংহ্যামে গিলের নেতৃত্বে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারত। সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল। কিন্তু এবার সেই ধারাই কি টিম ইন্ডিয়া ধরে রাখতে পারবে লর্ডসে? আগামী ১০ জুলাই থেকে শুরু হতে চলেছে লর্ডস টেস্ট। সেই মাঠে কেমন রেকর্ড ভারতীয় দলের? এসব নিয়ে তো প্রশ্নোত্তর চলতেই থাকবে। 

তবে আসন্ন এই টেস্টের জন্য ভারতীয় শিবিরে একটাই সুখবর, আর সেটা হল বোলিং ব্রিগেডে ফিরছেন বুমরা। তাহলে বাদ পড়বেন কে? সেটাও একটা বড় জল্পনা। তবে এইসব জল্পনা উড়িয়ে দিয়ে আসন্ন ম্যাচের জন্য পরিকল্পনা জানিয়ে দিলেন শুভমন গিল। এজবাস্টন টেস্টে খেলেননি বুমরা। ‘ওয়ার্কলোডের’ জন্য তাঁকে বিশ্রাম দেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে ঢুকে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন বাংলার পেসার আকাশদীপ। 

এর পরের টেস্ট ১০ জুলাই থেকে লর্ডসে। সেখানে কি বুমরা খেলবেন? এক শব্দে উত্তর দিলেন অধিনায়ক শুভমান গিল। লিডসে প্রথম টেস্টে বুমরা আগুন ঝরিয়েছিলেন। সেই তুলনায় মহম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণরা সঙ্গ দিতে পারেননি। ভারতও টেস্ট হারে। দ্বিতীয় টেস্টে সিরাজ ও আকাশদীপ দুজনে দুরন্ত বোলিং করেছেন। সেই তুলনায় ফের ব্যর্থ প্রসিদ্ধ কৃষ্ণ। এমনিতেই তাঁকে বাদ দেওয়ার দাবি উঠছে। কিন্তু বুমরাকে কি লর্ডসে দেখা যাবে? গিল এক শব্দে উত্তর দিলেন, “অবশ্যই।”

অর্থাৎ বুমরা ফিরছেন। তাহলে বাদ পড়বেন কে? সিরাজ দুই ইনিংস মিলিয়ে তুলেছেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসের নায়ক আকাশদীপ। দুই ইনিংস মিলিয়ে তাঁর শিকার ১০ উইকেট। ফলে কাউকেই বাদ দেওয়ার আর প্রশ্ন ওঠে না। রইলেন বাকি প্রসিদ্ধ। প্রথম ইনিংসে সাড়ে ৫ ইকোনমি রেটে বল করেছেন, কোনও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের উইকেট পেয়েছেন। তবে সেটা একেবারেই যথেষ্ট নয়। সেক্ষেত্রে গম্ভীরের ‘প্রিয়পাত্র’ হলেও, দলের স্বার্থে তাঁর বাদ পড়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ লর্ডসে তিন পেসার হবেন, বুমরা, সিরাজ, আকাশদীপ। অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি ফের সুযোগ পেতে পারেন।

দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক গিল বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, “প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছিল, দ্বিতীয় ম্যাচে সবগুলো শুধরে নিয়েছি। বোলিং-ফিল্ডিং দুটোই দুর্দান্ত হয়েছে। আকাশদীপ হৃদয় নিংড়ে বল করেছে। এই পিচে দুদিকে বল সুইং করানোর কাজ করেছে। আর সব ম্যাচে তো ক্যাচ মিস হবে না।” ক্যাচ থেকে মনে পড়তে পারে, ওয়াশিংটন সুন্দরের বলে ঝাঁপিয়ে পড়ে জস টংয়ের যে ক্যাচটা মহম্মদ সিরাজ ধরেছেন, তা অনেকে জন্টি রোডসের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন