Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২১ জুলাই, ২০২৫

ক্রিকেটের এক ঐতিহাসিক তালিকায় নাম উঠল বিরাট কোহলির

 

Virat-Kohli

সমকালীন প্রতিবেদন : অবসরের পরও বিরাট কোহলি যেন আরও উজ্জ্বল। মাঠে না নামলেও বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির স্থাপন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিন ফরম্যাট—টেস্ট, একদিন ও টি-টোয়েন্টি—এই তিনটিতেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯০০-র বেশি পয়েন্ট পাওয়া একমাত্র ক্রিকেটার হয়ে গেলেন কোহলি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ছোট ফরম্যাটকে বিদায় জানানোর পরও আইসিসির র‌্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট বেড়েছে। এতেই গড়ে উঠেছে এই অনন্য কীর্তি।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রেটিং পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের দাউইদ মালান-এর, তাঁর ঝুলিতে রয়েছে ৯১৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, তাঁর পয়েন্ট ৯১২। আর এই তালিকায় নতুন করে তৃতীয় স্থানে উঠে এলেন কোহলি। সম্প্রতি টি-টোয়েন্টি তালিকায় তাঁর সর্বোচ্চ পয়েন্ট ৮৯৭ থেকে বেড়ে ৯০৯ হয়েছে। তবে টেস্টে তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ৯৩৭, যা তিনি অর্জন করেছিলেন ২০১৮ সালের ইংল্যান্ড সফরে, প্রায় ৬০০ রান করে। 

একদিনের ক্রিকেটে সর্বাধিক পয়েন্ট পেয়েছিলেন ৯০৯, প্রায় একই সময়। ফলে, কোহলি এখন ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটার যিনি তিন ফরম্যাটেই আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৯০০ পয়েন্টের গণ্ডি পার করেছেন। এই কীর্তি বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই। কোহলির এই অনন্য রেকর্ডে তাঁকে কুর্নিশ জানিয়েছে আইসিসি নিজেই।

চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম বড় মুহূর্ত ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেই জয়ের পর একে একে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, প্রথমে টেস্ট থেকে, পরে টি-টোয়েন্টি থেকেও। রোহিত ও কোহলির এখন একমাত্র লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। তাঁদের স্বপ্ন, দেশের হয়ে আরও একটি বিশ্বকাপ জিতে সসম্মানে ক্রিকেটকে বিদায় জানানো। 

ফর্মের ঘাটতির কারণে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও, বিরাট কোহলি প্রমাণ করলেন, তাঁর পারফরম্যান্সের ছাপ আজও অমলিন। পরিসংখ্যানই বলে দিচ্ছে, ক্রিকেটের ইতিহাসে তিনি কতটা বিরাট। বিরাটের রেকর্ডে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন—এটাই কি সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় তাঁর নাম অমর করে দিল? উত্তর রয়েছে বিরাটের ব্যাটেই, যা এখন শুধুমাত্র কথা বলবে একদিনের ক্রিকেটেই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন