Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৭ জুলাই, ২০২৫

আচমকা অন্য দলের কোচ হলেন নাইটদের ব্যাটিং গুরু

 

Knights-batting-guru

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত। কেকেআরের অ্যাকাডেমিও সামলেছেন। আইপিএলের প্রাকমরসুম প্রস্তুতিতে তিনিই সর্বেসর্বা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি গম্ভীরের সহকারী হিসেবে কাজ করেছেন জাতীয় দলেও। যদিও ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই করা হয়েছিল। 

আইপিএলের গত মরসুমের মাঝপথেই  সহকারী কোচ হয়ে কেকেআরে ফিরেছিলেন। সম্প্রতি মুম্বই প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও একটি দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। এবার উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন চ্যালেঞ্জ অভিষেক নায়ারের কাছে। উইমেন্স প্রিমিয়ার লিগে তিনটি সংস্করণ হয়েছে। এর মধ্যে দু-বার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। বাকি এক বার ট্রফি জিতেছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

পাঁচ দলের টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে হতাশার পারফরম্যান্স ইউপি ওয়ারিয়র্সের। প্লে-অফেও পৌঁছতে পারেনি তারা। কোচ বদলে ভাগ্য বদলের প্রত্যাশা ইউপি ওয়ারিয়র্সের। বিগ ব্যাশে কোচিং করানো জন লুইসের পরিবর্তে ইউপি ওয়ারিয়র্সের হেড কোচ করা হল অভিষেক নায়ারকে। 

নতুন দায়িত্ব প্রসঙ্গে অভিষেক নায়ার বলেন, ‘অতীতেও এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছি। নতুন ভূমিকা সামলানোর অপেক্ষায় রয়েছি। উইমেন্স ক্রিকেটের জন্য ডব্লিউপিএল দুর্দান্ত মঞ্চ। ইউপি ওয়ারিয়র্সের ভিত মজবুত। সকলে মিলে ভালো কিছুর লক্ষ্যেই নামব।’ কেকেআরে থাকাকালীন গৌতম গম্ভীরের সঙ্গে ভাল বোঝাপড়া ছিল নায়ারের। দু’জনে মিলে কেকেআরকে ২০২৪-এর আইপিএল জেতান। 

এর পর গম্ভীর ভারতের কোচ হয়ে নায়ারকে সহকারী করে নিয়ে যান। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর নায়ারকে ভারতীয় দল থেকে বরখাস্ত করা হয়। তিনি আবার কেকেআরের সহকারী কোচ হিসাবে ফেরেন। প্রশ্ন হল, কেকেআরের হয়ে নায়ার আর কাজ করবেন কি না। আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছু জানানো হয়নি। 

তবে ডব্লিউপিএল আইপিএলের ঠিক আগে হয়। ফলে ডব্লিউপিএল শেষ করে কেকেআরে যোগ দিতে নায়ারের সমস্যা নেই। কিন্তু ডব্লিউপিএল চলার সময় আইপিএলের প্রস্তুতি শুরু হয়ে যায়। সেখানে নায়ার থাকতে পারবেন না। সেই অনুমতি কেকেআর দেয় কি না, সেটাই এখন দেখার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন