সমকালীন প্রতিবেদন : ক্রিকেটে সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। বদলায় দল, বদলায় তারকারা, বদলায় খেলার কৌশল। কিন্তু কিছু কীর্তি রয়ে যায় ইতিহাসের পাতায়, যা যুগের পর যুগ পরেও আলোচনার কেন্দ্রে উঠে আসে। ঠিক সেরকমই এক বিরল কীর্তির সাক্ষী থাকল ২০২৫ সালের লর্ডস টেস্ট। এমন এক ঘটনা, যা শেষবার দেখা গিয়েছিল প্রায় সাত দশক আগে।
লর্ডসের ঐতিহাসিক মাটিতে ভারতীয় বোলাররা দখল করলেন ইংল্যান্ডের পুরো ২০টি উইকেট, যার মধ্যে ১২টি উইকেটই ক্লিন বোল্ড। টেস্ট ইতিহাসে এর আগে এত ব্যাটারকে বোল্ড করে ফিরিয়ে দেওয়ার নজির শেষ দেখা গিয়েছিল ১৯৫৫ সালে। এবার, সেই ৭০ বছরের পুরনো ইতিহাসকে পুনরুজ্জীবিত করল ভারতীয় পেস আক্রমণ।
এই ম্যাচে ভারতীয় দলের এই সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন জসপ্রিত বুমরা। ভারতের বোলিং আক্রমণের অধিনায়ক বুমরা তুলে নিয়েছেন একাই ৬টি ক্লিন বোল্ড। তাঁর বলের গতি, নিখুঁত ইয়র্কার এবং অফস্ট্যাম্প লক্ষ্য করে ছোড়া বল ইংল্যান্ডের ব্যাটারদের নিঃশ্বাস ফেলতে পর্যন্ত দেয়নি। বহু দিন পরে বুমরা যেন ফিরলেন নিজের সেরা ছন্দে। তাঁর প্রতিটি ডেলিভারির মধ্যে ছিল আগুন ঝরানো ধার ও নিখুঁত পরিকল্পনা।
দ্বিতীয় ইনিংসে বল হাতে ঝড় তুলেছেন ওয়াশিংটন সুন্দর। ডানহাতি অফস্পিনার চারটি উইকেট নিয়েছেন এবং আশ্চর্যের বিষয়, এই চারটিই ছিল বোল্ড। তাঁর বল স্পিন করেছে, ফ্লাইট দিয়েছে, আবার হঠাৎ করে রেখেছে দ্রুত লাইন। ইংল্যান্ডের মিডল অর্ডার তাঁর স্পিনের ফাঁদ থেকে বেরোতে পারেনি।
ভারতের বোলিং আক্রমণে বাকি দু’টি ক্লিন বোল্ডের নায়ক হলেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। দুজনেই তাদের নির্ভরযোগ্য লাইন-লেন্থ দিয়ে ইংল্যান্ডের টপ অর্ডারে ভাঙন ধরিয়ে দেন। বিশেষ করে আকাশ দীপ, যিনি টেস্ট কেরিয়ারের শুরুতেই এই ধরনের ঐতিহাসিক পারফরম্যান্সে অংশ নিয়ে ফেলেছেন, তা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে এক মাইলফলক হয়ে থাকবে।
লর্ডস টেস্টে ভারতের বোল্ড পারফরম্যান্স এক নজরে-
ইংল্যান্ডের ২০ উইকেটের মধ্যে ১২টি বোল্ড। জসপ্রিত বুমরাহ : ৬ বোল্ড। ওয়াশিংটন সুন্দর : ৪ বোল্ড। মহম্মদ সিরাজ ও আকাশ দীপ : ১টি করে বোল্ড। সর্বশেষ ১২ বোল্ডের রেকর্ড : ১৯৫৫ সালে।
এই পারফরম্যান্স শুধু একটা ম্যাচের সাফল্য নয়, ভারতীয় বোলিং ইউনিটের ঐক্যবদ্ধ সৃজনশীলতার এক প্রকৃষ্ট উদাহরণ। বোলাররা পরিকল্পনা করেই বোল্ডের দিকে ঝুঁকেছিলেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। স্টাম্প-টু-স্টাম্প লাইন, ফিল্ডিং সেটআপ ও শর্ট লেংথের চমৎকার ব্যবহার প্রতিটি উইকেটেই চোখে পড়েছে।ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন পরিসংখ্যান সচরাচর দেখা যায় না। ১৯৫৫ সালে শেষবার এক ম্যাচে ১২টি বোল্ডের ঘটনা ঘটেছিল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে। তারপর পেরিয়ে গেছে সাত দশক। এবার সেই রেকর্ডকে সমানে টেনে আনল ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন