Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বর্ষা‌য় মশা থেকে মুক্তি পাবেন কোন উপায়ে?

 

Getting-rid-of-mosquitoes

সমকালীন প্রতিবেদন : এই বর্ষাকালে মশা ঘেঁষবে না এবার আপনার ধারেকাছে! বিষাক্ত মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে অ্যাপ্লাই করুন ঘরোয়া টোটকা? হালকা রঙের পোশাক আর পরিষ্কার পরিচ্ছন্নতাই আসল ব্যাপার। বাড়ির বাচ্চাটিকেও রাখুন সাবধানে। দিন বিশেষ নজর। আজকের এই প্রতিবেদনে থাকছে মশা তাড়ানোর জন্য হোমমেড স্প্রে বানানোর উপায়ও।

বর্ষাকাল এলেই মশার উৎপাত বেড়ে যায়। মনে রাখবেন, বর্ষার জমা জল হল মশার আঁতুড়ঘর। ফলে এই মরসুমে শুরু হয় ডেঙ্গি, ম্যালেরিয়া‌র বাড়বাড়ন্ত। তাই প্রথমেই ডেঙ্গির সম্ভাবনা এড়াতে যেকোনো পাত্রে বা পরিত্যক্ত জায়গায় জল জমতে দেওয়া যাবে না। বাড়ির চারিদিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বর্ষায় অতিরিক্ত মশা কামড়ালে ডেঙ্গি বা ম্যালেরিয়া না হলেও, র‌্যাশ কিংবা চুলকানি হতেই পারে। তাই এই সময়টায় বাড়ির বাচ্চাদেরকে সব সময় ফুলহাতা পোশাক পরিয়ে বাড়ির বাইরে বের করুন। 

ছোট থেকে বড় সকলেই এই সময় চেষ্টা করুন হালকা রঙের পোশাক পরতে। তাহলে মশা আক্রমণ কম করবে। বাড়ির দরজা-জানলাও বন্ধ রাখার চেষ্টা করুন। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর দরজা জানলা খোলারও প্রয়োজন। তার জন্য প্রয়োজনে জানলায় নেট লাগাতে পারেন। আর মশা তাড়ানোর ধুপের থেকে বেশি সুরক্ষিত মশারি টাঙানো। বাজারে মসকিউটো রিপেলেন্টর পাওয়া যায়। সেইসব ক্রিম বা স্প্রে ব্যবহার করতে পারেন। এছাড়া হাত এবং পায়ে অ্যালোভেরার তেলও মাখতে পারেন। মশা তাড়ানোর জন্য ঘরে লাগাতে পারেন কিছু গাছ। যেমন পুদিনা, রোজমেরি, লেমনগ্রাস, ল্যাভেন্ডার, গাঁদা। জ্বালাতে পারেন কর্পূরও। ঘরের কোণে, জানলার পাশে কর্পূর দিয়ে রাখতে পারেন। এতে মশার হাত থেকে নিস্তার পাবেন।

এমনকি পিপারমেন্ট অয়েলও এই ক্ষেত্রে খুব কার্যকরী। মশা তাড়ানোর ওষুধ ব্যবহারের বদলে এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। ডিফিউজারে এসেনশিয়াল অয়েল দিলে, সেই গন্ধে ঘরে আর মশা ঢুকবে না। আজকাল অনেকেই মশার কামড় থেকে বাঁচতে গায়ে বিশেষ ক্রিম মাখেন। এর চেয়ে গায়ে পিপারমেন্ট অয়েল লাগাতে পারেন। তবে সরাসরি এসেনশিয়াল অয়েল মাখবেন না। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাখতে পারেন। 

আর একটা জিনিস তৈরি করে নিতে পারেন। যেটা খুব কাজের। সেটা হল মশা তাড়ানোর জন্য হোমমেড স্প্রে।‌ সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে ঘরের দুর্গন্ধও দূর হয়ে যাবে। জলের মধ্যে লেমন ইউক্যালিপটাস তেল মিশিয়ে ঘরে স্প্রে করুন। প্রয়োজনে ঘরের কোণে কয়েক ফোঁটা লেমন ইউক্যালিপটাস তেল ছড়িয়ে রাখতে পারেন। আবার গায়েও নারকেল তেলের সঙ্গে লেমন ইউক্যালিপটাস তেল মিশিয়ে দু-এক ফোঁটা মাখতে পারেন। এতে মশার কামড় থেকে সহজেই রেহাই পাবেন। ডেঙ্গি, ম্যালেরিয়াও থাকবে দূরে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন