Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বুমরা খেললেই কি সেই ম্যাচে হারে ভারত? মন্তব্য ইংরেজ তারকার

 

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : জশপ্রীত বুমরা নিঃসন্দেহে ভারতীয় বোলিং বিভাগের সেরা অস্ত্র। আইসিসি র‌্যাঙ্কিং অনুযায়ী টেস্টে বিশ্বের এক নম্বর বোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরা কোন কোন টেস্ট ম্যাচ খেলবেন, বারংবার ভারতীয় সমর্থকদের এই প্রশ্ন করতে দেখা গিয়েছে। তবে ঘটনাক্রমে বুমরা যেই দুটি টেস্ট খেলেছেন, সেই দুই ম্যাচেই হেরেছে টিম ইন্ডিয়া। এই পরিসংখ্যানটাই মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তনী ডেভিড লয়েড। 

এই প্রাক্তন ইংরেজ তারকা বলেন, 'এটা কার্যত অবিশ্বাস্য। কেউ একটা বলছিল যে ও না খেললে ভারতীয় দল যে কয়টি ম্যাচ হারে, তার থেকে বেশি ম্যাচ ও খেললে হারে। ও কিন্তু বিশ্বের সেরা বোলার। ওর বোলিং অ্যাকশনটাও ভিন্ন এবং কঠিন, তবে মানুষ হিসাবে ও ভালই।' আশ্চর্য লাগলেও এই পরিসংখ্যান কিন্তু একেবারেই সঠিক।

২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে ভারতের হয়ে ৪৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বুমরা। এর মধ্যে ভারতীয় দল ২০টি ম্যাচ জিতেছে, আর হেরেছে ২৩টি টেস্ট। তবে বুমরা ভারতের হয়ে এই সময়ে যে ২৭টি টেস্টে খেলেননি, সেই টেস্টের মধ্যে মাত্র পাঁচটিতে হেরেছে ভারত। জিতেছে ১৯টি। বুমরার অনুপস্থিতিতে চলতি সিরিজে তো এজবাস্টনে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। 

এদিকে, ২-১-এ পিছিয়ে থাকা ভারতের কাছে পরের ম্যাচে হার মানে সিরিজ পরাজয়। এমন পরিস্থিতিতে যেখানে সিরিজের ভবিষ্যৎ নির্ভরশীল, সেখানে বুমরা হয়তো ওল্ড ট্রাফোর্ডে পরবর্তী ম্যাচ খেলবেন। তাঁর মতে, বুমরা তিন টেস্ট খেলবে বলে প্রাথমিকভাবে জানানো হলেও, যদি পরের টেস্টে ভারতীয় দল সিরিজে সমতায় ফেরে, তাহলে হয়তো বুমরাকে পঞ্চম টেস্টেও খেলানো হতে পারে।

এদিকে ওয়ার্কলোডের কথা না ভেবে, দলের প্রয়োজনে শেষ দুই টেস্টে বুমরাহকে খেলানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তনীরা। নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে জানিয়েছেন প্রাক্তন পেসার ইরফান পাঠান। তিনি বলেন, ‘বুমরা ৫ ওভার বল করেই অপেক্ষা করছেন কখন জো রুট ব্যাট করতে আসবেন, তার জন্য। ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে গেলে এমন করা উচিত নয়। '

তিনি আরও বলেন ‌'ওয়ার্কলোড কমানোর জন্য মাঝে একটা ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু ম্যাচের মাঝে ওয়ার্কলোড কমানো যায় না। ৪ বছর পরে টেস্ট খেলতে নেমে আর্চার একটানা ৬ ওভারের স্পেল করছেন। বেন স্টোকস টানা ৯ ওভারের স্পেল করছেন। এখানেই পিছিয়ে পড়েছেন ভারতীয় পেসাররা।’ এখন দেখার কী সিদ্ধান্ত নেন শুবমান গিল-গৌতম গম্ভীররা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন