সমকালীন প্রতিবেদন : শুরু হয়েছে লর্ডস টেস্ট। ইংল্যান্ডের এই ঐতিহাসিক ক্রিকেট মাঠে গুরুত্বপূর্ণ সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত। এই সিরিজে এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে ব্যাট করেছেন ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। প্রথম টেস্টে শতরান করার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন ডানহাতি ব্যাটার।
তাই লর্ডসেও আত্মবিশ্বাস টগবগ করে ফুটছে গিলের। তবে লর্ডসের এই ঐতিহাসিক মাঠে এখনও পর্যন্ত ১০ জন ভারতীয় টেস্টে শতরান করেছেন। এর মধ্যে এক ব্যাটার করেছেন তিনটি শতরান। তবে সেই তালিকায় নেই গাভাসকর, শচীন বা কোহলির নাম। কারা আছেন সেই তালিকায়? চলুন জেনে নেওয়া যাক।
তালিকার প্রথম নাম বিনু মাঁকড়ের। ১৯৫২ সালে লর্ডসে ভারতের হয়ে প্রথম শতরানটি করেন তিনি। ১৯৫২ সালের জুনে সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। ওপেন করতে নেমে ১৮৪ রান করেন বিনু। তবে আট উইকেটে ম্যাচটি হারতে হয় ভারতকে। তালিকায় পরের নাম গুন্ডাপ্পা বিশ্বনাথ। ১৯৭৯ সালে বিনুর ২৭ বছর পর লর্ডসে দ্বিতীয় ভারতীয় হিসাবে শতরান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করেন। ড্র হয় লর্ডসের সেই টেস্ট।
এরপর একাধিকবার লর্ডসে সেঞ্চুরি করেন দিলীপ বেঙ্গসরকর। ১৯৭৯, ১৯৮২ এবং ১৯৮৬ সালে এই মাঠে শতরান করেছেন তিনি। এর মধ্যে ১৯৮২ সালের জুনে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫৭ রান করেন বেঙ্গসরকর। তবে সেই ম্যাচে সাত উইকেটে হেরে যায় ভারত। এর পর লর্ডসে শতরান করা ভারতীয় হলেন রবি শাস্ত্রী। ১৯৯০ সালে প্রথম ইনিংসে শতরান করেন তিনি। ওপেন করতে নেমে ১০০ রান করেছিলেন এই অলরাউন্ডার।
মহম্মদ আজহারউদ্দিন রয়েছেন এই তালিকায়। ১৯৯০ সালের ওই ম্যাচে শতরান করেছিলেন তিনি। ১১১ বলে ১২১ রানের ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচেও হেরে যায় ভারত। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৯৬ সালে লর্ডসের মাঠে শতরান করেন। প্রথম ইনিংসে ১৩১ রান করেন বাঙালি ব্যাটার। এরপর অজিত আগরকর ২০০২ সালে সপ্তম ভারতীয় হিসাবে লর্ডসে শতরান করেন। দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নেমে ১০৯ রানে অপরাজিত থেকে যান তিনি। তবে সেই ম্যাচে ১৭০ রানে হেরে যায় ভারত।
এরপর রাহুল দ্রাবিড় ২০১১ সালে লর্ডসে শতরান করেন। তবে দ্রাবিড়ের ১০৩ রানও সে ম্যাচে ভারতকে বাঁচাতে পারেনি। ১৯৬ রানে হারতে হয় ধোনির ভারতকে। অজিঙ্কা রাহানে ২০১৪ সালে নবম ভারতীয় হিসাবে লর্ডসে শতরান করেন। ১০৩ রান করেন তিনি। সেবার ৯৫ রানে ম্যাচ জেতে ভারত। শেষবার লোকেশ রাহুল ২০২১ সালে লর্ডসে শতরান করেন। চার বছর আগের সেই ম্যাচে প্রথম ইনিংসে ১২৯ রান করেন রাহুল। ১৫১ রানে ম্যাচ জেতে ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন