সমকালীন প্রতিবেদন : রাজনৈতিক সংঘাতের আবহে ফের চাঞ্চল্য তৈরি করল বনগাঁ বিজেপির এক শীর্ষ নেতার বক্তব্য। বনগাঁ সাংগঠনিক জেলার এক কর্মিসভা থেকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তাঁর মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
শনিবার বিকেলে বনগাঁ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে কর্মিসভার আয়োজন হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, জেলা সভাপতি বিকাশ ঘোষ সহ অন্যান্যরা। এই সভার মঞ্চ থেকেই দেবদাস মণ্ডল দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “তৃণমূলের কোনও হার্মাদ যদি বিজেপি কর্মীর গায়ে হাত তোলে, তবে লাঠি দিয়ে তাদের হাঁটুর মালাইচাকি ভেঙে দিন। মামলা হলে তার দায়িত্ব আমিই নেব। আগেও নিয়েছি, ভবিষ্যতেও নেব। সাংসদও আপনাদের পাশে থাকবেন।”
দেবদাসবাবুর এই মন্তব্যকে সমর্থন করেছেন বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষও। তাঁর দাবি, “তৃণমূল বারবার বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। সেই আক্রমণের প্রতিক্রিয়া দেখাতেই হবে। প্রতিটি ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। বিজেপি কিন্তু চুপচাপ বসে নেই।” শুধু তাই নয়, সাংসদ শান্তনু ঠাকুরও এই বক্তব্যে সমর্থন জানান।
অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপির এই মন্তব্যকে আমল দিতে চাইছে না। জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা শুভজিৎ দাস বলেন, “বিজেপি অপসংস্কৃতির রাজনীতি করে। ওদের কাজ ভাঙা, আমাদের কাজ মানুষের পাশে থেকে গড়া। তাই এসব মন্তব্যে আমরা কান না দিয়ে মানুষের জন্য কাজ করি।”
রাজনৈতিক মহলের মতে, বিজেপির কর্মিসভার মঞ্চ থেকে প্রকাশ্যে এমন মন্তব্য রাজনীতির অঙ্গনকে আরও বিতর্কিত করে তুলবে। তবে বিজেপি নেতৃত্বের সাফ জবাব, এটা নিছক আত্মরক্ষার বার্তা। ফলে বনগাঁয় ফের চড়ছে রাজনৈতিক পারদ— বিজেপি-তৃণমূলের এই দ্বন্দ্ব যে সামনে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন