সমকালীন প্রতিবেদন : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারি স্তর থেকে জনসংযোগে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঙ্গলবার ‘নবান্ন’ থেকে ঘোষণা করলেন নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। সরকারের দাবি, এমন প্রকল্প দেশে এই প্রথম। মূল লক্ষ্য, গ্রামের তৃণমূল স্তরে পৌঁছে সাধারণ মানুষের ছোটখাটো সমস্যার সরাসরি সমাধান।
আগামী ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হবে এই প্রকল্প। চলবে প্রায় দু মাস ধরে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৮,০০০ কোটি টাকারও বেশি। রাজ্যের ৮০ হাজার বুথকে ভিত্তি করে প্রতি তিনটি বুথে একটি করে কেন্দ্র গড়ে একদিনের জন্য ক্যাম্প হবে। প্রতিটি বুথ এলাকার জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা।
ক্যাম্পগুলিতে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। তাঁরা শুনবেন এলাকার মানুষজনের কথা এবং সমস্যার গুরুত্ব অনুসারে কাজ বাছাই করবেন। কাজের নথিভুক্তি হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। প্রশাসনের দাবি, এতে যেমন স্বচ্ছতা থাকবে, তেমনি দ্রুততার সঙ্গেও কাজ হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “ছোট ছোট সমস্যার সমাধানেই আমাদের এই নতুন উদ্যোগ। যেমন পাড়ায় পানীয় জলের কল বসানো, রাস্তা মেরামত, আইসিডিএস সেন্টারের ঘর বা পাঁচিল তৈরির মতো ছোট অথচ প্রয়োজনীয় কাজ এই প্রকল্পের আওতায় আসবে।” এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য ও জেলা স্তরে টাস্ক ফোর্স গঠনের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজের মধ্যে পুজোর ১৫ দিন ছুটি থাকবে। তবে সেই সময়ের কাজ পরে পূরণ করা হবে।
সোমবার ধর্মতলার শহিদ দিবসের সভা থেকে রাজনৈতিক বার্তা দেওয়ার পরদিনই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে মমতা ব্যানার্জী এদিন বলেন, “আমরা যা বলি, তা করে দেখাই।” ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্যের পর এই নতুন প্রকল্পও জনসংযোগ বৃদ্ধির অন্যতম হাতিয়ার হতে পারে বলে আশা করছে তৃণমূল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন