Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

পেট্রাপোলে নদীতে ডুবে দিদি-ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

 

Death-by-drowning-in-the-river

সমকালীন প্রতিবেদন : খেলতে বেরিয়ে আর ফেরা হল না। বাড়ির পাশের নদীতে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল দিদি ও ভাইয়ের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার নরহরিপুর এলাকার নাওভাঙা নদীতে।

নিহত দুই শিশু হল বছর সাতের অঙ্কিতা মণ্ডল ও বছর পাঁচেকের সিদ্ধার্থ মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে অঙ্কিতা ও সিদ্ধার্থ বাড়ির পাশে খেলতে বেরিয়েছিল। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দারা নাওভাঙা নদীর ধারে শিশুদের জামাকাপড় দেখতে পান। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি।

খবর পেয়ে পেট্রাপোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর নদী থেকে উদ্ধার হয় দুই ভাইবোনের নিথর দেহ। এরপর বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, অঙ্কিতা ও সিদ্ধার্থ দুই ভাইবোনই অত্যন্ত চঞ্চল ও প্রাণবন্ত ছিল। হঠাৎ এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

পরিবারের সদস্যরা জানান, খাবার খেতে চায় অঙ্কিতা। খাবার দেওয়ার ফাঁকেও কথন ভাইকে নিয়ে নদীতে চলে যায়। আর সেখানে গিয়ে এই বিপত্তি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ নিয়ে কোনও সন্দেহ নেই। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন