Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

কড়া নিয়মে সুরক্ষিত হচ্ছে প্রাপ্তবয়স্কদের আধার কার্ডে‌র আবেদন প্রক্রিয়া

 

Aadhaar-Card-Application-Process

সমকালীন প্রতিবেদন : প্রাপ্তবয়স্কদের আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে এবার থেকে লাগু হচ্ছে আরও কঠোর নিয়মাবলি। ভুয়ো নথির মাধ্যমে অবৈধ উপায়ে আধার কার্ড পেতে না পারে কেউ— তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার কার্ড যদিও নাগরিকত্বের প্রমাণপত্র নয়, তবুও সচিত্র পরিচয়পত্র হিসেবে এর গুরুত্ব ক্রমশ বেড়ে চলেছে। আর সেই কারণেই নয়া নিরাপত্তা বলয় তৈরি করছে কর্তৃপক্ষ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, শুধু যোগ্য ও বৈধ নাগরিকদের হাতেই আধার কার্ড পৌঁছনো নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রাপ্তবয়স্কদের আধার কার্ডের জন্য পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, দশম শ্রেণির মার্কশিট সহ একাধিক নথি খতিয়ে দেখা হবে। যাচাইয়ের পরেই আধার কার্ড ইস্যু করা হবে।

UIDAI সূত্রে জানা গেছে, এই নয়া বিধিনিষেধ কার্যকর হবে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে, পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের জন্য, বিদেশে বসবাসকারী ভারতীয়  নাগরিকদের ক্ষেত্রে, দীর্ঘদিন ভারতে বসবাসকারী বিদেশিদের ক্ষেত্রেও। এছাড়া, যাঁরা আধার কার্ডে নতুন করে আবেদন করতে চলেছেন অথবা পুরনো কার্ডে কোনও তথ্য সংশোধন করাতে চান, তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

বিভিন্ন পরিষেবায় ‘কেওয়াইসি’ বাধ্যতামূলক হলেও, এবার সেই কাঠামোয় আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে চলেছে আধার কার্ড প্রক্রিয়াও। প্যান কার্ড, মনরেগা কার্ড, বিদ্যুতের বিল— এমন নানা নথি খতিয়ে দেখা হবে, যাতে শুধুমাত্র বৈধ উপভোক্তারাই আধার কার্ড পেতে পারেন। 

নতুন নিয়মে পরিচয়, ঠিকানা ও জন্মের প্রমাণপত্র হিসেবে যে নথিগুলি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলি হল : পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, মনরেগা কার্ড। ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ, জল, গ্যাস ও ফোন বিল, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখা হবে। জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে স্কুলের মার্কশিট, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি দেখা হবে।

সূত্রের খবর, বিগত কয়েক বছরে বিভিন্ন ভুয়ো নথি দেখিয়ে অবৈধ উপায়ে আধার কার্ড সংগ্রহের একাধিক ঘটনা সামনে এসেছে। সেসব রুখতেই UIDAI এই কড়া সিদ্ধান্ত নিচ্ছে। সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, আধার কার্ডের গ্রহণযোগ্যতা বাড়ার ফলে এর অপব্যবহারের সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। ফলে পরিচয় যাচাই প্রক্রিয়ায় কোনও ফাঁক রাখা হবে না।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন