সমকালীন প্রতিবেদন : দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি। আগামী ২৪ জুলাই, বুধবার থেকে নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রাজস্থানের সক্রিয় বর্ষার পরিস্থিতি ও পশ্চিমের নিম্নচাপের অভিমুখ পরিবর্তনের ফলে আবহাওয়ায় বড় রকমের পরিবর্তন দেখা দিচ্ছে। ফলে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ২৪ জুলাই থেকে নিম্নচাপ শক্তি সঞ্চয় করলে বৃষ্টি ব্যাপক হারে বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস। হাওয়া অফিসের খবর, সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত চললেও বুধবার থেকে তা ঘনঘন হতে পারে। ইতিমধ্যেই কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা বর্ষার গতিপথে প্রভাব ফেলতে পারে। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পূর্বদিকে সরে এসে নতুন নিম্নচাপে রূপ নিতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গে আরও কয়েক দফা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই বিষয়ে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, "নিম্নচাপটি যদি শক্তি সঞ্চয় করে পশ্চিম থেকে পূর্বে অগ্রসর হয়, তবে তা আরও জোরালো বৃষ্টি ডেকে আনবে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর কয়েকটি জেলার জন্য 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করেছে।"
সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি নির্ভর আবহাওয়া অপেক্ষা করছে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ভারী বর্ষণের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন ও আবহাওয়া দফতর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন