সমকালীন প্রতিবেদন : টেস্ট ক্রিকেটে আবারও একবার প্রমাণিত হল, শেষ বল না পড়া পর্যন্ত কোনও দলকে হারিয়ে দেওয়া যায় না। ম্যাঞ্চেস্টার টেস্টের পঞ্চম দিনে বেন স্টোকসের ‘ড্র’-এর প্রস্তাব ফিরিয়ে দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যে কেবল ভারতীয় দলের আত্মবিশ্বাসকে তুলে ধরল তা-ই নয়, সিরিজের চালচিত্রই ঘুরিয়ে দিল। চার ম্যাচের এই সিরিজে এখন পর্যন্ত ফলাফল যা দাঁড়িয়েছে, তা হলো - প্রথম টেস্টে ইংল্যান্ড জয়ী, দ্বিতীয় টেস্টে ভারত জয়ী, তৃতীয় টেস্টে আবার ইংল্যান্ড জয়ী আর চতুর্থ টেস্ট ড্র।ম্যাঞ্চেস্টারে হারের মুখ থেকে ড্র কেড়ে নিয়ে ভারত সিরিজে টিকে থাকল।
চতুর্থ দিনের শেষে ভারতের অবস্থান যথেষ্ট নাজুক ছিল। ইংল্যান্ডের বিপুল লিড, শুভমন গিল ও কেএল রাহুল ছাড়া আর কেউ তখন পর্যন্ত বড় ইনিংস খেলার ইঙ্গিত দেননি। কিন্তু পঞ্চম দিনে শুভমন গিল, রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের দৃঢ়তায় এক অনন্য লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।
এদিন একেবারে একশোয় একশো পেলেন জাদেজা এবং সুন্দর। শুভমন গিলের সেঞ্চুরির পর শতরান হাঁকালেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও। লর্ডসে শেষ পর্যন্ত লড়াই করেও দলকে জেতাতে পারেননি, ম্যাঞ্চেস্টারে ড্র সেই আক্ষেপ ঘুচল জাদেজার। সঙ্গী ছিলেন ওয়াশিংটন সুন্দর। সর্বশেষে, ম্যাচ ড্র করার প্রস্তাবও প্রত্যাখ্যান করে ভারত যে কেবল আত্মবিশ্বাস দেখাল তা নয়, ম্যাচের মানসিক দিকেও চাপ সৃষ্টি করল প্রতিপক্ষের উপরে।
ম্যাঞ্চেস্টারের নিষ্প্রাণ পিচে ব্যাটারদের একমাত্র লক্ষ্য ছিল ধৈর্য ধরে টিকে থাকা। দিনের শুরুতে আবহাওয়ার প্রভাব সামান্য সুইং তৈরি করলেও, সেটুকু সামলে নেওয়া ছাড়া বোলারদের আর তেমন কিছু করার ছিল না। শুভমান গিল দেখিয়ে দিলেন কীভাবে মাথা ঠান্ডা রেখে ইনিংস গড়ে তুলতে হয়।
তাঁর দেখানো পথেই এগোলেন ভারতের দুই অভিজ্ঞ অলরাউন্ডার—রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। জাদেজা একের পর এক বল ধৈর্য নিয়ে খেলে বিপক্ষকে চাপে ফেলেন। অন্যদিকে স্টোকস যতই ফিল্ডিংয়ে আক্রমণাত্মক কৌশল নিন বা রুটকে বোলিংয়ে আনুন—সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে।
রবি শাস্ত্রীর কথায়, “ম্যাঞ্চেস্টারে ভারতের নৈতিক জয় হয়েছে।” কারণ, একসময় যেখানে হারের সম্ভাবনা ছিল প্রবল, সেখানে ম্যাচ বাঁচানো শুধু পয়েন্টের দিক থেকে নয়, মনস্তত্ত্বের দিক থেকেও গুরুত্বপূর্ণ। জাডেজা ও ওয়াশিংটনের জুটি প্রায় ১৪৩ ওভার ব্যাট করে ড্র নিশ্চিত করেছেন, যা আধুনিক টেস্ট ক্রিকেটে বিরল। শুভমন গিলের শতরান, ওয়াশিংটনের অসমান বোলিং-ব্যাটিং প্রতিভা এবং জাডেজার নেতৃত্বে অনন্য ইনিংস সিরিজে ভারতীয় আত্মবিশ্বাসকে আরও মজবুত করল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন