Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বাইক ট্যাক্সিতে লাগেজ ‌বহনে নতুন নিয়ম

 ‌

Bike-taxi

সমকালীন প্রতিবেদন : বাইক ট্যাক্সিতে লাগেজ চাপানোর আগে সাবধান! রাজ্যের নতুন নিয়ম জানা আছে তো? বানানো হলো কড়া নিয়ম। লাগানো হলো নিষেধাজ্ঞা। নিয়ম ভাঙলেই ফাইন? ওজন সীমা বেঁধে দিল রাজ্য পরিবহন দপ্তর। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যাগের দৈর্ঘ্য সম্পর্কেও সচেতন থাকতে হবে আপনাকে। এই সংক্রান্ত লেটেস্ট আপডেট আজকের প্রতিবেদনে। 

নতুন নিয়ম অনুযায়ী, বাইক ট্যাক্সিতে ওঠার সময় যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের ব্যাগ নিতে পারবেন। শুধু তাই নয়, ব্যাগের দৈর্ঘ্য হতে হবে ৩৬ সেন্টিমিটারের মধ্যে। যদি যাত্রী ব্যাগটিকে দু’দিকে ঝুলিয়ে রাখেন, তাহলে প্রতিটি দিকের ঝুলন্ত অংশ ১৫ সেন্টিমিটারের বেশি হলে চলবে না। হ্যাঁ, অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি পরিষেবায় এবার থেকে আর ইচ্ছেমতো বড় ব্যাগ নিয়ে চড়া যাবে না। কিন্তু হঠাৎ করে কেন এত কড়াকড়ি? 

জানা যাচ্ছে, যাত্রীদের নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা রুখতেই লাগেজের আকার ও ওজনের উপরে বিধিনিষেধ জারি করল রাজ্য পরিবহণ দফতর। লাগেজের ওজন কত হবে তা নির্দিষ্ট করে দেওয়া হল। মূলত যাত্রী স্বার্থেই এই পদক্ষেপ বলে পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে। 

বাইকে অতিরিক্ত ওজন বা বড় ব্যাগ থাকলে তা চালকের নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে এমন অভিজ্ঞতা নতুন নয়। অনেক সময় অ্যাপের মাধ্যমে বুকিং হওয়ার পর যাত্রী বিশাল সাইজের ব্যাগ নিয়ে এসে দাঁড়ান। তখন চালক আপত্তি করলেও কার্যত কিছু করার থাকে না। ফলে বিপদের আশঙ্কা থেকেই যায়। কারণ অনেক সময় যাত্রীরা বাইকে বসে দু’দিকে বড় ব্যাগ ঝুলিয়ে নিয়ে যান। এতে শুধু বাইকের ভারসাম্য নষ্ট হয় না, পাশ দিয়ে যাওয়া যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়। 

সেই ক্ষেত্রে যখন তখন ঘটে যেতে পারে দুর্ঘটনা। এমন কি কিছু ক্ষেত্রে ঘটেও যায়। তাই মূলত দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই লাগেজের মাপ-ওজন সীমিত করা হয়েছে। এছাড়াও, সমস্ত বাইক ট্যাক্সিকে বাধ্যতামূলকভাবে হলুদ নম্বর প্লেট ব্যবহার করতে হবে বলেও নির্দেশ জারি হয়েছে। নিয়ম ভাঙলে গাড়িচালকদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। পরিবহণ দফতর জানিয়েছে, শুধুমাত্র কলকাতা বা তার আশপাশ নয়, জেলা শহরগুলোতেও এই নিয়ম চালু করা হবে। 

উল্লেখ্য, পথ নিরাপত্তা সপ্তাহ শুরুর আগেই জেলার দফতরগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকা। পাশাপাশি, এই নতুন নিয়ম সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনকে প্রচার চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশের পর রাস্তায় বেরোলে অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি আদৌ এই নিয়ম মেনে চলে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন