সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বলা হয় কোটিপতি লিগ। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএল আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ। ১৫ বছর ধরে চলা এই টুর্নামেন্টে প্রতিবারই বিজয়ী দলের জন্য থাকে কোটি কোটি টাকার আর্থিক পুরস্কার। ট্রফি না পেলেও আর্থিকভাবে লাভবান হবে রানার্স টিমও। এমনকী তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী টিমও মোটা অর্থের পুরস্কার পাবে বিসিসিআইয়ের তরফে।
২০০৮ সালের আইপিএলে প্রথম ট্রফি জয়ী রাজস্থান রয়্যালস টিম পেয়েছিল ৪.৮ কোটি টাকা। আজ এত বছর পর পুরস্কারের অঙ্কটা বেড়ে হয়েছে ৪ গুণ। সেই সঙ্গে রয়েছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ উইনারদের জন্য প্রাইজ মানি। তাহলে চলুন আইপিএল থেকে কে কত টাকা পাবেন, তা জেনে নেওয়া যাক।
২০২৫ আইপিএলে মোট প্রাইজমানির সংখ্যা হল ৪৬.৫ কোটি টাকা। আরসিবি বা পঞ্জাব কিংস-এর মধ্যে যে দলই জিতুক, তারা ২০ কোটি টাকা আর্থিক পুরস্কার পাবে। ফাইনালে পরাজিত দলটি পাবে ১২ কোটি টাকা। তৃতীয় স্থানাধিকারী টিমের ভাগ্যে রয়েছে ৭ কোটি এবং চতুর্থ নম্বর দল পাবে ৬.৫ কোটি টাকা।
এছাড়াও, ইমাজিং প্লেয়ার অব দ্য সিজন পাবেন ১০ লাখ টাকা, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন ১০ লাখ টাকা, সর্বোচ্চ ছক্কা যিনি মারবেন, তিনি পাবেন ১০ লাখ টাকা, সেরা ক্যাচ নিলে সেই প্লেয়ার পাবেন ১০ লাখ টাকা, সর্বোচ্চ চার মারা ব্যাটার পাবেন ১০ লাখ টাকা এবং পিচ ও গ্রাউন্ড অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হবে ৫০ লাখ টাকা।
এছাড়াও রয়েছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপ প্রদান করা হয় সেই ব্যাটারকে, যিনি টুর্নামেন্টে সর্বাধিক রান স্কোর করেন। এই মরসুমে গুজরাট টাইটান্সের সাই সুদর্শন অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন। তিনি এখনও পর্যন্ত ৭৫৯ রান করেছেন, যা একটি অসাধারণ কৃতিত্ব।
তার ঠিক পিছনে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব, শুভমন গিল, মিচেল মার্স এবং বিরাট কোহলি। যিনি মরসুমের শেষে অরেঞ্জ ক্যাপ জিতবেন, তিনি পাবেন ১০ লক্ষ টাকার নগদ পুরস্কার এবং এই আইকনিক ক্যাপ। এছাড়াও, পার্পল ক্যাপ দেওয়া হয় টুর্নামেন্টে সর্বাধিক উইকেট নেওয়া বোলারকে।
বর্তমানে গুজরাট টাইটান্সের ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণ ২৫টি উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন। তার ঠিক পিছনে রয়েছেন চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ, যিনি ২৪টি উইকেট নিয়েছেন। মরসুমের শেষে পার্পল ক্যাপ বিজয়ী বোলার পাবেন ১০ লক্ষ টাকার নগদ পুরস্কার এবং এই সম্মানজনক ক্যাপ। এই পুরস্কার বোলারদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন