সমকালীন প্রতিবেদন : শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগিয়ে সামাজিক অস্থিরতা তৈরির প্রচেষ্টা ব্যর্থ করল পুলিশ। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরে এলাকায় পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে।
পুলিশের দাবি অনুযায়ী, আকাইপুর স্টেশন সংলগ্ন একটি শৌচাগারে এলাকার বাসিন্দা চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিত মন্ডল পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিরোধী স্লোগান তুলে এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে অস্থিরতা তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হয়।
বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার এব্যাপারে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, ওই দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতরা দুজনই সনাতনী ঐক্য মঞ্চের সদস্য বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এই গ্রেপ্তারের তীব্র নিন্দা করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া জানান, পহেলগাঁও এর জঘন্য হামলার ঘটনার প্রতিবাদ জানাতে দেশ জুড়ে ভারতের সনাতনীরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে, শৌচাগারে লাগিয়ে মানুষকে সচেতন করছে। এরাও সেই কাজ করছিল। পুলিশ তৃণমূলের কথায় তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এইভাবে সনাতনীদের দমিয়ে রাখা যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন