সমকালীন প্রতিবেদন : প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে গেলে দিল্লি ক্যাপিটালসকে হারাতেই হতো। 'মাস্ট উইন' সেই ম্যাচে জয়ের সরণিতে ফিরেছে রাহানে বাহিনী। তবে, জয়ের আনন্দের মাঝে কিছুটা হলেও তিতকুটে স্বাদ। রোববার রাজস্থান রয়্যালস ম্যাচের আগে নাইট অধিনায়কের চোট কেকেআর শিবিরকে চিন্তায় রাখবে।
দিল্লির ইনিংসের ১১তম ওভারের ঘটনা। কভারে দাঁড়িয়েছিলেন অজিঙ্কা রাহানে। ফাফ ডু প্লেসিসের একটি তাগড়াই শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। বল এতটাই জোরে লাগে যে, আঙুল ধরে বসে পড়তে দেখা যায় তাঁকে। ছুটে আসেন ফিজিও। চোটের পরিস্থিতি বুঝে তিনি রাহানেকে উঠে যেতে বলেন। বাকি সময়টা নাইটদের নেতৃত্ব দেন সুনীল নারিন।
এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইপিএলের বাকি ম্যাচে কি খেলতে পারবেন রাহানে? জানা গিয়েছে, তাঁর চোট খতিয়ে দেখবেন চিকিৎসকরা। ম্যাচের পর কেকেআর স্পিনার অনুকূল রায় ভক্তদের কিছুটা আশ্বস্ত করে বলেন, 'চোট দেখে তো খুব একটা গুরুতর মনে হচ্ছে না। সেরে উঠতে হয়তো দু-তিনদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে ডাক্তাররা ঠিকঠাক বলতে পারবেন। কিন্তু আপাতত ও ঠিকই আছে। কয়েকটা সেলাইও পড়েছে। যদিও তা সামলে নেওয়া সম্ভব।'
এই বিষয়ে খোদ রাহানে কি বলছেন? তিনি কিন্তু পরবর্তী ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, 'চোট এমন কিছু গুরুতর নয়। আমি ঠিকই আছি। আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠবো।' এই অবস্থাতেও প্লে অফ নিয়ে ভাবছেন না রাহানে।
তিনি বলছেন, 'একবারে একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। আমরা খুব বেশি এগিয়ে ভাবতে চাই না। যখন আমরা ভাল করতে পারছিলাম না, তখন সব সময় এটাই ছিল আলোচনার বিষয়। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাব। নারিন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে চ্যাম্পিয়ন বোলার হয়েছে, ও অনেকবার ভাল পারফর্ম করেছে। ওকে এবং বরুণকে ছন্দে পেয়ে খুব ভাল লাগল।'
রাহানের কথায়, 'আমরা যখন সমস্যায় পড়ি তখন আমি সুনীলের কাছে যেতে পারি। প্র্যাক্টিস সেশনে তাড়াতাড়ি আসা, নেটে বোলিংয়ের সময়, ওর ব্যাটিং নিয়েও কাজ করা - সবই ওর নিষ্ঠার পরিচয় দেয়। রাসেলও ওর বোলিং নিয়ে কঠোর পরিশ্রম করছে। ও নেটে ভাল ইয়র্কার করছে। দল হিসেবে আমরা ওকে সমর্থন করি।'
বিশেষজ্ঞ মহল মনে করছে, রবিবার ম্যাচের আগে হাতে কিছুটা সময় থাকায় চোট সারিয়ে ওঠায় বেশি ঝক্কি পোহাতে হবে না রাহানেকে। বলাই বাহুল্য যে, তিনিই চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। তাই আগামী ম্যাচগুলোয় দলের প্রয়োজন তাঁকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন