সমকালীন প্রতিবেদন : এক ম্যাচ বাকি থাকতেই আইপিএল থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে জিততেই হতো তাদের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ওই ম্যাচ থেকে ১ পয়েন্ট পায় নাইটরা। গ্রুপ পর্বে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নাইটদের আরও একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়।
চলতি আইপিএল-এ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে অনেক ম্যাচই। তাই মঙ্গলবার বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি হলে গ্রুপ পর্বের ম্যাচেও মোট ২ ঘণ্টা অতিরিক্ত সময় রাখা হবে। এই সিদ্ধান্ত নিয়েই অখুশি নাইট শিবির। তাদের দাবি, এতদিন এই নতুন নিয়ম কেন আনা হয়নি?
কড়া চিঠিতে কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর জানালেন, এই নিয়ম আগেই কার্যকরী হলে কেকেআর প্লে অফের দৌড় থেকে ছিটকে যেত না। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম, আইপিএলের ফাইনাল সহ প্লে অফের কেন্দ্র বদলে দেওয়া হয়।
আইপিএলের ফাইনাল সহ প্লে অফের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল ইডেনে। সেই দুই ম্যাচ সরানো হয়েছে আমদাবাদে। অন্য দুটি প্লে অফের ম্যাচ হায়দ্রাবাদ থেকে সরিয়ে করা হচ্ছে মুল্লাপুরে। লিগ পর্বে এখনও ৯টি ম্যাচ বাকি। কিন্তু বিভিন্ন শহরেই বাধা হচ্ছে বৃষ্টি।
আইপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, বাকি ম্যাচগুলিতে যাতে পুরো ২০ ওভার খেলা হয়, তার জন্য বৃষ্টি হলে বাড়তি ২ ঘণ্টা সময় দেওয়া হবে ম্যাচ করার। সোমবার পর্যন্ত যে নিয়মটা ছিল নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি অপেক্ষা করার। সন্ধ্যার ম্যাচের জন্য যে সময়টা ছিল রাত ১০.৫৬ মিনিট।
প্লে অফের ম্যাচের জন্য অবশ্য ২ ঘণ্টা বাড়তি সময় আগেই নির্ধারিত ছিল। এবার সেই নিয়ম চালু হল গ্রুপ পর্বেও। আইপিএলের ১০ দলকে পাঠানো ই-মেলে বোর্ডের চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন জানিয়েছেন, আগেভাগে বর্ষা এসে যাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচেও বাড়তি ১২০ মিনিট বরাদ্দ রাখা হচ্ছে।
তার নিরিখে বোর্ডকে কড়া মেল করেছেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। লিখেছেন, নতুন এই নিয়ম কেন আইপিএল দ্বিতীয় পর্বে শুরু হওয়ার পর প্রথম ম্যাচ থেকেই চালু করা গেল না। কেকেআর বনাম আরসিবির যে ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে।
কাট অফ টাইম ১০.৫৬ হলেও রাত ১০.২৬ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কেকেআর প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। মাইসোর বোর্ডকে জানিয়েছেন, বাড়তি ১২০ মিনিট থাকলে ৫ ওভারের ম্যাচ করা সম্ভব ছিল। তবে নাইট ম্যানেজমেন্টের এই চিঠির জবাবে এখনও কিছুই জানায়নি বোর্ড। নাইট শিবির এখন বোর্ডের জবাবের অপেক্ষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন