সমকালীন প্রতিবেদন : মহাকাশ অভিযানে ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটির। ১০১তম মহাকাশ অভিযান ব্যর্থ হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মাঝপথেই থেমে গেল PSLV-C61-এর উৎক্ষেপণ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার তাদের ১০১তম মহাকাশ মিশন চালু করলেও তা মাঝপথে ব্যর্থ হয়েছে। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হওয়া PSLV-C61 রকেটের মাধ্যমে EOS-09 উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল ইসরোর। কিন্তু অভিযানটি মাঝপথেই থমকে যায়।
রবিবার সকাল ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ হয়েছিল PSLV-C61 রকেট। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয় মিশন। ইসরোর এই ১০১তম উৎক্ষেপণ ছিল EOS-09 নামে একটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইটকে সূর্য সমকালীন মেরু কক্ষপথে পাঠানোর লক্ষ্যে।
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও তৃতীয় ধাপে কারুগরি কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে মিশনটি সম্পূর্ণ করা যায়নি। ইসরো এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, 'আজ, ১০১তম উৎক্ষেপণ, PSLV-C61-এর কর্মক্ষমতা দ্বিতীয় পর্যায় পর্যন্ত স্বাভাবিক ছিল। তৃতীয় পর্যায়ের একটি সমস্যার কারণে, মিশনটি সম্পন্ন করা যায়নি।' এর ফলে স্পষ্ট হয়, PSLV রকেটের তৃতীয় ধাপে কারিগরি ত্রুটির কারণেই এই ব্যর্থতা।
এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণনের বক্তব্য, 'PSLV একটি চার-ধাপের রকেট। প্রথম ও দ্বিতীয় ধাপ পর্যন্ত রকেট স্বাভাবিকভাবেই কাজ করছিল। তৃতীয় ধাপের মোটরও ঠিকঠাক শুরু হয়, কিন্তু চলাকালীন হঠাৎ মোটরের চেম্বার প্রেসারে পতন ঘটে। সেখান থেকেই মিশন ব্যর্থ হয়।' তিনি আরও বলেন, 'আমরা পুরো ঘটনার বিশ্লেষণ করছি। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে।'
EOS-09, যেটি RISAT-1B নামেও পরিচিত। এটি ছিল একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ। এটি মূলত রাডার ইমেজিং স্যাটেলাইট, যা যেকোনো আবহাওয়ায় – এমনকি মেঘলা বা অন্ধকার পরিবেশেও ছবি তুলতে সক্ষম। এই স্যাটেলাইট সীমান্ত পর্যবেক্ষণ এবং অনুপ্রবেশ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এছাড়া, এটি আবহাওয়া ও পরিবেশসংক্রান্ত তথ্য সংগ্রহেও বিশেষ ভূমিকা পালন করতে পারত।
রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C61 রকেট EOS-09 নিয়ে যাত্রা শুরু করে। শনিবার থেকেই শুরু হয় কাউন্টডাউন। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা দেয় এবং মিশনটি ব্যর্থ হয়।
EOS-09 মূলত পূর্ববর্তী EOS-04 স্যাটেলাইটের রিপ্লেসমেন্ট। এটি রিমোট সেন্সিং সংক্রান্ত তথ্য দিয়ে দেশের বিভিন্ন অপারেশনাল প্রয়োজনে সাহায্য করার লক্ষ্যে তৈরি হয়েছিল। স্যাটেলাইটটির লক্ষ্য ছিল পর্যবেক্ষণের ঘনত্ব বাড়ানো এবং ব্যবহারকারী সম্প্রদায়ের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া। এই ব্যর্থতা ইসরোর জন্য একটি ধাক্কা হলেও, বিশেষজ্ঞরা আশা করছেন শীঘ্রই সমস্যার কারণ বিশ্লেষণ করে ফের সফল উৎক্ষেপণের পথে ফিরবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন