সমকালীন প্রতিবেদন : অবাক হওয়ার মতো কান্ড বটে। বিশেষ আনন্দের ঘটনা যা ১ লক্ষ ৩৩ হাজারে একবার হয়। ঘটনা হলো স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের জন্মদিন একই দিন অর্থাৎ ১৮ ডিসেম্বর। ঘটনাটি ঘটেছে আমেরিকার আলাবামা প্রদেশে। আলাবামা প্রদেশের হান্টসভিলের বাসিন্দা ক্যাসিডি এবং ডিলান স্কটের ফুটফুটে কন্যাসন্তান জন্ম নিয়েছিল ১৮ ডিসেম্বর। আর এই ১৮ ডিসেম্বরের মহার্ঘ দিনেই জন্ম ক্যাসিডি এবং ডিলান স্কটের। অর্থাৎ বাবা, মা এবং সন্তান– পরিবারের এই তিন সদস্যেরই জন্মদিন একইদিনে।
জানা গেছে, সন্তান প্রসবের সম্ভাব্য দিন ছিল ১৭ ডিসেম্বর। কিন্তু ১৮ তারিখ ভোরবেলায় ঠিক সাড়ে বারোটায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। সামাজিক মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ তখন লেখে, 'অভিনন্দন জানাই ক্যাসিডি এবং ডিলান স্কটকে। তাঁরা সবেমাত্র তাঁদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন! যেকোনও পরিবারের জন্য এটি আনন্দের সময়।'
এরপরেই বিরল বিষয়টি জানায় হাসপাতাল। পোস্টে লেখা হয়েছে, 'এই পরিবারের জন্য এটি একটু বেশিই বিশেষ ঘটনা। কারণ, ওঁরা সবাই একই দিনে জন্মদিন পালন করবেন! ১৮ ডিসেম্বর, রবিবার তাঁদের কন্যা সন্তান লেননের জন্ম হয়েছে। বাবা-মায়েরও জন্ম একই দিনে।'
এই ঘটনার পর থেকে অসংখ্য মানুষের শুভেচ্ছা পেয়েছেন ক্যাসিডি, ডিলান ও লেনন। এক নেটিজেন লেখেন, 'এই ঘটনা সত্যিই অপূর্ব। ওঁরা একসঙ্গে একদিনে জন্মদিন পালন করবেন।' আরেকজন লেখেন, 'দামী উপহার! অভিনন্দন। তোমাদের জন্মদিনের শুভেচ্ছা জানাই।'
উল্লেখ্য, বাবা ও মায়ের মধ্যে একজনের সঙ্গে সন্তানের জন্মদিন মিলে যাওয়ার ঘটনা ৩৬৫টিতে একটি ঘটে থাকে। স্বামী-স্ত্রীর জন্মতারিখ এক হওয়ার ঘটনাও বিরল। এই ধরনের মিলের সম্ভাবনা ১২ হাজারের একটি। কিন্তু বাবা, মা ও সন্তানের জন্মদিন একইদিনে, এটা বিরল থেকে বিরলতম ঘটনা। ১ লক্ষ ৩৩ হাজারে এমন ঘটনা একবারই ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন