Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৮ মে, ২০২৫

প্লে-অফ থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর

 

KKR-knocked-out

সমকালীন প্রতিবেদন : আশঙ্কা ছিল আগেই। আর সেটাই সত্যি হলো। বৃষ্টির কারণে প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশাটাও শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। ১০ দিন স্থগিত থাকার পরে শনিবার শুরু হয়েছিলো আইপিএল-এর বাকি পর্বের খেলা। চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। 

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে প্রথম ম্যাচ খেলতে নামছিলেন বিরাট। দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় গ্যালারি ভরিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বাধ সাধল বৃষ্টি। একটা বলও খেলা হলো না ম্যাচে। টস পর্যন্ত করা গেল না। 

দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আম্পায়াররা জানিয়ে দেন, ম্যাচ খেলা যাবে না আর। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই পেল এক পয়েন্ট করে। টেবিল টপে পৌঁছাল আরসিবি। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স।

শনিবার ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ, এমনটাই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা ছিল, সেই সম্ভাবনা ছিল ৪২ শতাংশ। সেই আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। মাঝে রাত ৯টার দিকে বৃষ্টি অনেকটাই কমে যাওয়ায় সবাই আশা করেছিলেন ম্যাচ শুরু হবে। কিন্তু পরে আবার তীব্রতা বাড়ে বৃষ্টির। 

চিন্নাস্বামী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভারতের স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম সেরা। তবুও বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুপার সপার চালিয়েও মাঠ খেলার উপযোগী করে তোলা যায়নি। জল জমে ছিল আউটফিল্ডেও। তাই টসের জন্যও মাঠে আসতে পারেননি দুই দলের ক্যাপ্টেন।

আইপিএলের লড়াইয়ে টিকে থাকতে হলে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হতো কেকেআরকে। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে হতো সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও। তাতেও অবশ্য নিশ্চিত থাকতে পারত না কেকেআর শিবির। 

রাহানেদের তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলের দিকেও। কিন্তু শনিবার ম্যাচ ভেস্তে যাওয়ায় কেকেআরের ঝুলিতে এল এক পয়েন্ট। ফলে আর কোনও আশাই থাকল না গতবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে, শনিবার জিততে পারলে প্লে-অফে নিশ্চিত হয়ে যেত বেঙ্গালুরু। 

পয়েন্ট ভাগাভাগি হওয়ায় অপেক্ষা বাড়ল কোহলিদের। লিগ পর্বে এখনও দু’টি ম্যাচ বাকি বেঙ্গালুরুর। ২৩ মে তাদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ। ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে হবে বেঙ্গালুরুকে। দু’টির মধ্যে একটি ম্যাচ জিতলেই শেষ চারে জায়গা পাকা হয়ে যাবে কোহলিদের।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন