সমকালীন প্রতিবেদন : আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল গোপালনগর থানার আকাইপুরের এক সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম অনুপ রায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আকাইপুর বাজারে তার অনলাইনের দোকান রয়েছে। আবাস যোজনায় ঘরপ্রাপক নিমাই সরকারের অভিযোগ, ঘর তৈরির জন্য তাঁর অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা ঢুকেছিল। ব্যাংক থেকে টাকা তোলার পর অভিযুক্ত অনুপ রায় তাঁর কাজ করিয়ে দিয়েছে বলে দাবি করে তাঁর কাছ থেকে জোর করে ২০ হাজার টাকা নিয়ে নেয়।
চাপের মুখে উপভোক্তা নিমাই সরকার সেই টাকা দিতে বাধ্য হন বলে তাঁর দাবি। পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে অভিযুক্ত তা দিতে অস্বীকার করে। এরপর নিমাইবাবু গোপালনগর থানার দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে পুলিশ ওই সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করে।
রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করে পুলিশ। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ বনগাঁ মহকুমা আদালতে তুললে বিচারক ধৃতকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার পেছেনে অন্য কেউ যুক্ত আছে কিনা, পুলিশ তা জানার চেষ্টা করছে।
এব্যাপারে বিজেপির দাবি, তৃণমূলের মদতে এই কান্ড ঘটিয়েছে অভিযুক্ত। অন্যদিকে তৃণমূলের দাবি, অভিযুক্ত এর আগেও টাকার বিনিময় বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলেছে বলে অভিযোগ আছে। পুলিশ সেব্যাপারে তদন্ত করছে। এবারেও পুলিশ সক্রিয়। সরকারি প্রকল্পের টাকায় যারাই কাটমানি নেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ করা হবে বলে দাবি তৃণমূলের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন