Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বনগাঁ শহরে যশোর রোডের বিপজ্জনক গাছ কাটবে পুরসভা

 ‌

Dangerous-trees-of-Jessore-Road

সমকালীন প্রতিবেদন : ‌গাছের ডাল ভেঙে পথ চলতি মানুষের আহত কিম্বা নিহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে বনগাঁ মহকুমায়। এবার বনগাঁ পুরসভা এলাকায় এই দুর্ঘটনা এড়াতে যশোর রোডের দুই পাশের মৃতপ্রায় গাছগুলির ডাল এবং মৃত গাছগুলি সম্পূর্ণ কেটে ফেলার উদ্যোগ নিল বনগাঁ পুরসভা। 

বনগাঁ পুরসভার অভিযোগ, এই গাছগুলি নজরদারির দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কিন্তু তারা এই দায়িত্ব না নেওয়ায় সাধারণ মানুষের স্বার্থে বনগাঁ পুরসভা নিজেই এই দায়িত্ব কাধে তুলে নিয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে তার কাজও শুরু হয়েছে।

যশোর রোডের দু ধারের প্রাচীন গাছগুলির অনেকগুলির অবস্থাই শোচনীয়। এই গাছগুলির কোনটার ডাল শুকনো হয়ে তা ভেঙে পড়ছে, আবার কোন গাছ মৃত অবস্থায় কোন রকমে দাঁড়িয়ে আছে। প্রতি বছরই বিশেষ করে বর্ষার সময় এই গাছের ডাল ভেঙে একাধিক মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটছে। 

মানুষের জীবন নিয়ে এই ঝুঁকির খেলা বন্ধ করতে পুরসভার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বহুবার গাছের মৃত ডাল এবং মৃত গাছ কেটে ফেলার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা এ ব্যাপারে সেইভাবে সদিচ্ছা দেখাচ্ছে না বলে অভিযোগ বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠের। 

এ ব্যাপারে তিনি বলেন, 'জাতীয় সড়ক কর্তৃপক্ষ গাছ কাটার কাজ না করলে বনগাঁ শহরের মানুষের স্বার্থে মহকুমা শাসকের নির্দেশে পুরসভা নিজেই এবার এই বিপজ্জনক গাছ কেটে ফেলার ব্যবস্থা করবে, তার জন্য আজ থেকেই বিপজ্জনক কাজ চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।'‌ এদিন পুরসভার কর্মীরা বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করেন। সঙ্গে বন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, জাতীয় সড়ক, মহকুমা শাসকের দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন