Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৯ মে, ২০২৫

পালাবদলের মধ্য দিয়ে চলেছে ভারতের ক্রিকেট দল

 

Indian-cricket-team

সমকালীন প্রতিবেদন : মাত্র কয়েকদিনের ব্যবধানেই লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এর আগেই এই দুই কিংবদন্তি ক্রিকেটার বিদায় জানিয়েছিলেন টি-২০ ক্রিকেট থেকে। সূত্রের খবর, এবার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ২০২৫ সালেই বিদায় জানাতে চলেছেন। 

অনেকেই মনে করছেন, যুগ বদল বা পালাবদলের মধ্য দিয়ে যেতে চলেছে টিম ইন্ডিয়া। জানা যাচ্ছে, সেই তালিকায় রয়েছেন ৫ জন ক্রিকেটার। কারা সেই ৫ ক্রিকেটার, চলুন জেনে নেওয়া যাক।

চেতেশ্বর পুজারা : ভারতীয় দল থেকে দীর্ঘ দিন ধরেই নিজেকে সরিয়ে রেখেছেন চেতেশ্বর পুজারা। বর্ডার-গাভাসকর ট্রফিতে দলে ফেরার শেষ সম্ভাবনা থাকলেও তা হয়নি। ফলে নতুন বছরে পুজারার অবসরের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে।

রবীন্দ্র জাদেজা : অশ্বিনের পর ভারতীয় দলের অপর তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও সম্ভবত নতুন বছরে অবসর নিতে পারেন। বয়স ৩৬ এর কোঠা পেরিয়ে গিয়েছে। দলে থাকলেও প্রথম একাদশে তিনি অনিয়মিত হয়ে পড়েছেন। তাই লাল বলের ক্রিকেট আর কত দিন টানবেন জাড্ডু, তা নিয়ে সন্দেহ রয়েছে।

অজিঙ্কা রাহানে : পুজারার মতো একই অবস্থা অজিঙ্কা রাহানেরও। সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন ব্রাত্য। টেস্ট দলেও এখন তিনি বাদের খাতায়। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকলেও ভারতীয় দলের দরজা রাহানের জন্য আর খুলবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে অবসরের পথ বাছতে পারেন তিনিও, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

ইশান্ত শর্মা : দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন একসময়ের সেরা পেস বোলার ইশান্ত শর্মা। বর্তমানে আর জাতীয় দলে ফেরার কোনও সম্ভাবনাই নেই এই ডান হাতি পেসারের। ফলে ২০২৫-এ ক্রিকেটকে আলভিদা জানাতে পারেন তিনিও।

ভুবনেশ্বর কুমার : টিম ইন্ডিয়ার অপর এক তারকা পেসার ভুবনেশ্বর কুমারও ২০২৫ সালে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। এক সময় তার হাতের সুইং অবাক করেছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়ার পর আর ফিরতে পারেননি তিনি। 

সবকিছু মিলিয়ে টিম ইন্ডিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে, তা একমাত্র বলবে সময়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন