Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৯ মে, ২০২৫

বঙ্গে আরও কয়েকদিন ঝড়বৃষ্টি, কমবে তাপমাত্রা

 ‌

Thunderstorm-in-Bengal

সমকালীন প্রতিবেদন : ‌দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আরও ৪ থেকে ৫ দিন দফায় দফায় ঝড় বৃষ্টির পালা চলবে। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে। এই ঝড়-বৃষ্টি জেরে আজ সোমবারেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা আরও নেমেছে। অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মিলেছে মুক্তি।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় হয়েছে। তার উপর সাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর তার জেরেই রাজ্য জুড়ে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, একই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও।

আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা ছিল। এদিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি টানা চলবে। আগামী চারদিন অধিকাংশ জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে। সোমবারের মতো মঙ্গলবারেও সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা হরিয়ানা, উত্তরপ্রদেশের দক্ষিণাংশ, দক্ষিণ বিহার এবং গাঙ্গেয় বঙ্গের উত্তরাংশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাতাসের গতি অনুকূল রয়েছে। ফলে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু’দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমে গিয়েছে। আরও নামতে পারে পারদ।

আজ দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জানিয়েছিল হাওয়া অফিস। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ কিছুটা বেশি থাকার কথা ছিল। আবার ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়। এদিন দুপুর গড়িয়ে বিকেল হতেই সেই পূর্বাভাস সত্যি প্রমানিত হয়। 

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বাংলা জুড়ে একটানা ঝড়বৃষ্টির জেরে মে মাসে তীব্র দাবদাহ থেকে আপাতত রেহাই মিলবে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণের বড় অ্যালার্ট জারি। আরও কমবে তাপমাত্রার পারদ‌। 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর,  ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির জেরে তিলোত্তমা মহানগরীর তাপমাত্রাও আগের চেয়ে কমেছে। আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর চারদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২১ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জারি হয়েছে 'হলুদ সতর্কতা'।








 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন