Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৩ মে, ২০২৫

কোটিপতি হওয়ার পরেও বেড়েছে বৈভবের রোজগার

 

Income-of-Vaibhav

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেনসেশন। মাত্র ১৩ বছরে আইপিএলে টিম পাওয়া, কোটিপতি হয়ে ওঠা। আর আইপিএল অভিষেক মাত্র ১৪ বছরেই। বিস্ময়বালক বৈভব সূর্যবংশীকে নিয়ে আগ্রহের অন্ত নেই। সেটাই যেন প্রত্যাশিত। আইপিএলের মেগা অকশনে তাঁকে ১.১ কোটিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। 

এরপর থেকেই প্রতীক্ষা। রাজস্থান রয়্যালস অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করেন, এরপর মূল টিমের সঙ্গেও। তবে এই মরসুমেই আইপিএল খেলার সুযোগ পাবেন এমনটা শুরুতে ভাবা যায়নি। অবশেষে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। এরপর থেকে দুর্দান্ত কিছু ইনিংস উপহার দিয়েছেন।

তবে বৈভব এই মরশুমে শুধু রানই করেনি, প্রচুর অর্থও আয় করেছে। আসুন জেনে নেওয়া যাক, ২০২৫ সালের আইপিএল থেকে ১৪ বছরের কিশোর কত টাকা আয় করেছে এবং প্রতিটি রানের জন্য সে কত টাকা পেয়েছে? আসলে ২০২৫ সালের আইপিএলের জন্য বৈভব সূর্যবংশীকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। 

সাতটি ম্যাচ খেললেও, সে পুরো মরশুম জুড়ে দলের সঙ্গেই ছিল। যার অর্থ, সে পুরো টাকাটাই পাবে। লিগ পর্বে সে ৭টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, তাকে প্রতিটি ম্যাচের জন্য আলাদাভাবে ৭.৫ লক্ষ টাকা ফি দেওয়া হবে। এর মানে হল, এইভাবে বৈভব ৫২.৫ লক্ষ টাকা আয় করেছে। 

এছাড়াও, সে একটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতেছে, যার জন্য সে ১ লক্ষ টাকা পেয়েছে। বৈভব সূর্যবংশী স্ট্রাইকার অফ দ্য ম্যাচেরও পুরস্কার পেয়েছে। এর জন্য তাকে ১ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এর মানে হল, আইপিএল ২০২৫-কে বিদায় জানানোর আগে সে মোট ১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার টাকা আয় করেছে। 

যদি আমরা কেবল তার চুক্তির কথা বলি, তাহলে সেই অনুযায়ী, তার প্রতিটি রানের খরচ প্রায় ৪৩,৬৫০ টাকা। যদি আমরা সামগ্রিক আয়ের দিকে তাকাই, তাহলে সূর্যবংশী প্রতিটি রানের জন্য ৬৫,২৭৭ টাকা পেয়েছে।

উল্লেখ্য, চলতি মরশুমে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স ছিল অসাধারণ। এই মরশুমে মোট ৭টি ম্যাচ খেলে, ৩৬ গড়ে ২৫২ রান করেছে। তার স্ট্রাইক রেট ছিল ২০৬, তার ব্যাট থেকে এসেছে ২৪টি ছক্কা এবং ১৮টি বাউন্ডারি। 

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলে অভিষেক ম্যাচে ১৭০ স্ট্রাইক রেটে ২০ বলে ৩৪ রান করেছিল বৈভব। নিজের তৃতীয় ম্যাচেই গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে সে। এই সেঞ্চুরির মাধ্যমে সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন