সমকালীন প্রতিবেদন : ২০০৮ সাল থেকে চলে আসছে আইপিএল। ১৮টা মরশুমে অনেকেই এসেছেন, অনেকেই গিয়েছেন, আবার অনেকে তারকা পরিচয় পেয়েছেন এই টুর্নামেন্টেই। তবে হ্যাটট্রিক করা প্লেয়ারদের কথা বললে, সেটা এখনও সীমিত। এখনও পর্যন্ত আইপিএল-এ ১৮ জন হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন। চলুন, দেখে নেওয়া যাক সেই তালিকা।
তালিকার প্রথম নাম লক্ষ্মীপতি বালাজি। তিনি আইপিএলে প্রথম হ্যাটট্রিক করেন। ১০ মে, ২০০৮ সালে সিএসকে'র হয়ে তাঁর এই কৃতিত্ব। ইরফান পাঠান, পীযূষ চাওলা এবং বিক্রম সিংয়ের উইকেট নিয়ে আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন। ওই ম্যাচে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা পুরস্কারও পেয়েছিলেন। এই মরশুমেই সিএসকে পেসার মাখায়া এনটিনি কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।
এরপর নাম রয়েছে অমিত মিশ্রর। আইপিএলে তিনবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন তিনি। ২০০৮ সালে ডেকান চার্জার্স, ২০১১ সালে কিংস ইলেভেন পঞ্জাব এবং ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
যুবরাজ সিংও এই কৃতিত্ব অর্জন করেছেন। ২০০৯ সালের মরশুমে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দু'টি হ্যাটট্রিক করেন যুবরাজ সিং। আরসিবি ও ডেকান চার্জার্সের বিরুদ্ধে তাঁর এই কৃতিত্ব। একই মরশুমে ডেকান চার্জার্সের হয়ে রোহিত শর্মা হ্যাটট্রিক করেন। প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স।
প্রবীণ কুমার ও অজিত চান্ডিলার নামও রয়েছে তালিকায়। ২০১০ এবং ২০১২ সালে হ্যাটট্রিক করেন আরসিবি'র প্রবীণ কুমার ও রাজস্থান রয়্যালসের অজিত চান্ডিলা। প্রবীণ রাজস্থানের বিরুদ্ধে এবং পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন চান্ডিলা।
সুনীল নারিন ও প্রবীণ তাম্বেও হ্যাটট্রিক করেছেন আইপিএল-এ। ২০১৩ সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক কেকেআরের সুনীল নারিনের। রাজস্থানের তাম্বে হ্যাটট্রিক করেছিলেন ২০১৪ সালে, কেকেআরের বিরুদ্ধে। একই আইপিএলে রাজস্থানের শেন ওয়াটসনও হ্যাটট্রিক করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে।
এছাড়াও, ২০১৬ সালে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সি গায়ে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন অক্ষর প্যাটেল। স্যামুয়েল বদ্রী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট ২০১৭ আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন। স্যাম কুরান ও শ্রেয়স গোপাল ২০১৯ আইপিএলে তিন বলে তিন উইকেট নিয়ে প্রচারে আসেন।
২০২১ সালে আরসিবি'র বিরুদ্ধে হর্ষাল এবং ২০২৩ সালে কেকেআরের বিরুদ্ধে রশিদ খান হ্যাটট্রিক করেছিলেন। তবে যুজবেন্দ্র চাহালের কথা বললে এটা বলতেই হয় যে, আইপিএলে দু'টি হ্যাটট্রিক রয়েছে তাঁর নামের পাশে। ২০২২ সালে তিনি প্রথম হ্যাটট্রিক করেছিলেন কেকেআরের বিরুদ্ধে। চলতি মরশুমে সিএসকে'র বিরুদ্ধে পঞ্জাব কিংসের জার্সি গায়ে তিনি দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন