Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৪ মে, ২০২৫

নাইটদের ভরাডুবির পরই চাকরি হারাবেন ডিজে ব্র্যাভো!

 

Changes-in-KKR

সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর ১৮ বছরের ইতিহাসে মাত্র দুটো দল তাদের ট্রফি ধরে রাখতে পেরেছে। তারা হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দলকে বাদ দিলে আইপিএল-এ ট্রফির দিক থেকে সবচেয়ে সফল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 

তিনটে ট্রফি জিতলেও কেকেআর এবার ট্রফি ধরে রাখতে পারল না। আরসিবি ম্যাচটা ভেস্তে যেতেই কেকেআর-এর কফিনে শেষ পেরেক পুঁতে যায়। তবে কেন এই অবস্থা হলো কেকেআর-এর? এই নিয়ে জল্পনা তো চলছেই। এর মাঝে এবার বড় আপডেট এল নাইট শিবির থেকে। 

সূত্রের খবর, আগামী সিজনে একাধিক প্লেয়ারের পাশাপাশি নাইট টিম ম্যানেজমেন্টের বেশ কিছু বড় রদবদল হতে পারে। বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কেকেআর-এর এই হতাশাজনক পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতকে বরখাস্ত করার কথা বিবেচনা করা হচ্ছে। 

আগামী মরশুম থেকে ইংল্যান্ড এবং কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগ্যানকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। এই বিষয়ে আগ্রহী নাইট কর্তৃপক্ষ। ২০১৫ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ইংল্যান্ড ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছিলেন ইয়ন মরগ্যান। 

২০২১ মরশুমে কেকেআর-কে আইপিএলের ফাইনালে নিয়ে গিয়েছিলেন, যেখানে কেকেআর চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছিল। কলকাতার ফ্র্যাঞ্চাইজি তাঁকে খুব সম্মান করে এবং চলতি মরশুমের পরে তারা তাঁকে দলে ফেরাতে পারে।

শুধু তাই নয়, খবর অনুযায়ী, বোলিং কোচ ডোয়েন ব্র্যাভো এবং চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যে অংশীদারিত্বকে কেকেআর একটি ব্যর্থ পদক্ষেপ হিসেবে দেখছে এবং তারা ব্র্যাভোকেও প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। গত মরশুমে প্রায় প্রতিটি কেকেআর বোলারই ভালো খেলেছিলেন। 

এই মরশুমে পরিস্থিতি উল্টে গেছে। কারণ কেকেআর ব্যর্থ হয়েছে এবং প্লেঅফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এদিকে, ড্রেসিংরুমের অনেক খেলোয়াড়ই ব্র্যাভোকে পছন্দ করেন না। ম্যানেজমেন্ট মনে করে, ব্র্যাভো তাঁর কাজ নিয়ে সিরিয়াস নন। তবে শেষমেষ নাইট শিবিরের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে সবারই। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন