Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

অক্ষয় তৃতীয়ায় কয়েকটি সহজ কাজ বদলে দেবে জীবন

 ‌

Akshay-Tritiya

সমকালীন প্রতিবেদন : অক্ষয় তৃতীয়ার দিন করুন কয়েকটা সহজ কাজ। মানুষের সুখ শান্তি থাকবে অক্ষয়। খুলবে সৌভাগ্যের দুয়ার। আর এই দিনে মনে করে অবশ্যই কিনবেন নিত্য প্রয়োজনীয় কয়েকটা জিনিস। আজ, বুধবার অক্ষয় তৃতীয়া। বিশেষ এই দিনে কি কি করবেন? কি কি করবেন না? সবটাই ধনতেরাসের ডিটো? একটা বিশেষ রঙের জিনিস কিনলেই পড়তে পারেন খুব বড় বিপদে! সাবধান! প্রতিবেদন পড়ে সিদ্ধান্ত নিতে পারেন। 

অক্ষয় শব্দের অর্থ হল অটুট বা অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না, তাকেই অক্ষয় বলা হয়। এবছর ৩০ এপ্রিল অর্থাৎ আজ অক্ষয় তৃতীয়া। এই বিশেষ দিনে বিভিন্ন ধরনের শুভ কাজ করা হয় এক বিরাট বিশ্বাস থেকে। তাই এই দিনে অনেকেই বিশেষ বিশেষ কাজ শুরু করেন বা সূচনা করেন। সঙ্গে কেনেন কয়েকটা জিনিস। 

১) এই দিন কয়েকটা জিনিস কেনা খুবই শুভ বলে মনে করা হয়। যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনও পাত্র বা মাটির প্রদীপ কিনে এনেও বাড়িতে জ্বালাতে পারেন। তবে এই কয়েকটা জিনিসের মধ্যে সাদা সর্ষে এবং সৈন্ধব লবণটা খাওয়া যাবে না। এগুলো কিনে এনে বাড়িতে রেখে দিতে হবে।

২) আর সম্ভব হলে রান্নাঘরের জন্য কেশর, হলুদের গাঁট, বেসন, ছোলার ডাল কিনুন। ধনতেরাস এর মতোই এই দিনে রুপো বা সোনার জিনিস কেনাও খুবই শুভ বলে মানা হয়।

৩) আর একটা জিনিস করতে একদমই ভুলবেন না, এতে কিন্তু খুব ভালো ফল পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বা দোকানে আমপাতার চেন অথবা মালা তৈরি করে ঝুলিয়ে দিন। এটা কিন্তু সকালে স্নান সেরে করবেন। প্রধান দরজায় শুধু না, সম্ভব হলে বাড়ি, দোকান বা প্রতিষ্ঠানের প্রত্যেকটা দরজাতেও ঝোলাতে পারেন। 

৪) অক্ষয় তৃতীয়ার দিন সকালে কাঁচা দুধ এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন।‌ এখানেই কাজ শেষ নয়। সঙ্গে একটা নতুন কাপড় দিয়ে দরজা মুছেও দিতে হবে।

৫) এটাও খুব ইম্পর্টেন্ট। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে গোটা ধনে কিনে এনে মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করা। পরের দিন সেই ধনেটা দু’ভাগে ভাগ করে নিয়ে, এক ভাগ লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন, বাকিটা বাড়িতে কোনও পরিষ্কার স্থানে পুঁতে দিন। টাকা পয়সার কোনো অভাব হবে না।

এই দিনে মা লক্ষ্মীদেবীর সঙ্গে কুবেরের পুজো করুন, এতে সমৃদ্ধির বিকাশ হয়। পাশাপাশি এই দিন সন্ধ্যায় তুলসী গাছে ঘি এর প্রদীপ জ্বালাবেন এবং নিজের হাতে তৈরি মিষ্টি দান করবেন গরীব দুঃস্থকে। কিন্তু এগুলো তো জানালাম কি কি করা উচিত অক্ষয় তৃতীয়ায়। এবার জানাবো কি করা উচিত নয়। খুব সচেতনভাবে মনে রাখবেন এই জিনিসটা। অক্ষয় তৃতীয়ায় কালো রঙের কোনও জিনিস কিনতে নেই। কালো রঙের কোনও জিনিস দান করতে নেই। কালো পোশাক, কালো বাসন কোনও জিনিসই ঘরে আনবেন না। বিশেষ করে, কালো রঙের প্লাস্টিক তো একেবারেই নয়।‌‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন