Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

দিল্লির বিরুদ্ধে কামব্যাক করে প্লে-অফের দৌড়ে ফের এগিয়ে গেল নাইটরা

 

KKR-comeback

সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই রইল কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর এবার ধারাবাহিকতা দেখাতে পারেনি। ঘরের মাঠে গত ম্যাচটি বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যায়। পঞ্জাবের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছিল কেকেআরকে। 

দিল্লির মাঠে দিল্লিকে হারানোর চ্যালেঞ্জ ছিল। এই মরসুমে অন্যতম ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। যদিও দিল্লির মাঠে তাদের পারফরম্যান্স সুখের ছিল না। তিন ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছিল। তাও সেটি সুপার ওভারে। এদিন কেকেআরও সেই পরিসংখ্যান মজবুত করল। 

২০১৭-র পর দিল্লির মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারাল ‌কেকেআর। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন কেকেআরের দুই ওপেনার নারিন এবং গুরবাজ। 

প্রথম উইকেটের জুটিতে নাইটরা তোলে ৪৮। গুরবাজ করেন ২৬। নারিন যখন আউট হলেন তখন দলের রান ৮৫। নারিন নিজে করেন ২৭। এরপর অবশ্য দ্রুত রাহানে, ভেঙ্কটেশ আইয়াররা প্যাভিলিয়নে ফিরে যান। ৯১ রানে ৪ উইকেট খুইয়ে খানিক চাপে পড়ে যায় নাইটরা। 

এবার জুটি বাঁধেন রিঙ্কু এবং অঙ্গকৃষ। ৬১ রান তোলেন তাঁরা। তবে মোক্ষম সময়ে রিঙ্কু ৩৬ রানে এবং অঙ্গকৃষ ৪২ রানে আউট হয়ে যাওয়ায় ফের চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা। শেষদিকে, রাসেল ৯ বলে ১৭ রানের ইনিংস খেলে কেকেআরকে দুশোর উপর পৌঁছে দেন। শেষ পর্যন্ত নাইটদের ইনিংস শেষ হয় ২০৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে একটা সময় পর্যন্ত কেকেআরের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছিল দিল্লি। শুরুটা ভালো না হলেও ফ্যাফ ডু'প্লেসিসের অনবদ্য ব্যাটিং ১৬ তম ওভার পর্যন্ত ম্যাচে ধরে রাখে দিল্লিকে। ডুপ্লেসিসের সঙ্গে ওপেন করতে এসে ব্যর্থ হন অভিষেক পোড়েল। 

করুণ নায়ার এবং কেএল রাহুলও এদিন ব্যর্থ হন। তবে ৩ উইকেট পড়ার পর অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ফ্যাফ ডুপ্লেসিসের জুটিতে ভালোরকম চাপে ফেলে দেয় নাইটদের। সেই জুটি ভাঙেন নারিন। এরপর দ্রুত ফিরে যান স্টাবস, আশুতোষ এবং স্টার্ক। 

শেষদিকে ভিপ্রাজ খানিকটা লড়াই করলেও নাইটদের জয়ের পথে বাধা হতে পারেননি। নাইটরা জিতল ১৪ রানে। এই জয়ের ফলে চলতি আইপিএলের প্লেঅফের লড়াইয়ে জীবিত রইল নাইটরা। 

অন্তত খাতায়কলমে এখনও সম্ভাবনা রয়েছে কেকেআরের। এই জয়ের ফলে ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৭ নম্বরে কেকেআর। তবে নিজেদের শেষ সবকটি ম্যাচ জিতলে এখনও প্লেঅফে যেতে পারে নাইটরা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন