সমকালীন প্রতিবেদন : তৈরি হবে আদিত্য যোগ। পয়লা বৈশাখের আগেই হবে মিরাকেল। কেরিয়ারে চোখ ধাঁধানো উন্নতি ৫ রাশির। কোন কোন রাশি রয়েছে তালিকায়? ঢাইয়া চলছে, এমন রাশিও রয়েছে এই লিস্টে। ১৪ এপ্রিল তৈরি হবে মোক্ষম সুযোগ। দেখে নিন জ্যোতিষ গণনা অনুসারে আদিত্য যোগে চোখ ধাঁধানো উন্নতি হবে কাদের, কিভাবে, কোন দিক থেকে?
১৪ এপ্রিল সূর্য পুরো এক বছর পর মেষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের রাশি মেষ হল সূর্যের শক্তিশালী ঘর। নিজের উচ্চরাশি মেষে সূর্যের গোচরের ফলে গঠিত হবে আদিত্য যোগ। এই যোগের প্রভাবে মেষ সংক্রান্তি থেকেই কেরিয়ারে বিশেষ উন্নতি হতে চলেছে পাঁচ রাশির জাতকদের। জেনে নিন তারা কারা।
মেষ : এপ্রিল জীবন ঘুরিয়ে দেবে মেষ রাশির। এপ্রিল থেকেই সাফল্য ও উন্নতি আসবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। এই সময় আপনি একাধিকবার আর্থিক সাফল্যের মুখ দেখবেন। যাঁরা পদোন্নতি ও বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন, এবার তাঁদের মনের আশা পূরণ হবে। এছাড়া এই সময় কেরিয়ারে বিশেষ কারোর সাহায্য, পরামর্শও পেতে পারেন। এর ফলে পেশাগত জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন।
এবার বলবো ঢাইয়া চলছে এমন একটা রাশির কথা।
সিংহ : এপ্রিল থেকে বেশ কিছু টাকা সঞ্চয় করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এই সময় আর্থিকভাবে ভালো বা স্টেবল অবস্থায় থাকবেন। কেরিয়ারকে আরও পাকাপোক্তভাবে গুছিয়ে নিতে পারবেন। অফিসে সহকর্মীদের মধ্যে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। খুব বড় কিছু অর্জন করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। সেই সুযোগ আছে। নিজের সাফল্যকে ছুঁতে পারবেন আপনি।
মিথুন : আদিত্য যোগের প্রভাবে প্রেমে মজে থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। প্রেমের প্রস্তাব পেতে পারেন। রোম্যান্টিক ডেটে সঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। এই সময় আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। কঠিন পরিশ্রম করলে ফল পাবেন। এই সময়টাতে নিজের খরচের ওপরও কন্ট্রোল রাখতে পারবেন। ফলে বাড়বে ব্যাংক ব্যালান্সও।
বৃশ্চিক : আদিত্য যোগ বদলে দিতে পারে অনেক কিছু। জ্যোতিষ মতে, এই যোগ গঠন হতেই সব সমস্যা মিটে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ফিনান্সিয়াল কন্ডিশন ভালো আসতে চলেছে আপনার। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে। কাছের মানুষদের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবেন। অফিসেও সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এই সময়টাতে। আর হ্যাঁ, এই সময় কোনও বিশেষ কাজের দায়িত্বও পেতে পারেন আপনি।
বৃষ : বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনও ইন্টারেস্টিং দিকে টার্ন নিতে চলেছে। সেটাও এই আদিত্য যোগ তৈরি হওয়ার কারণে। কোনও বিশেষ বন্ধু, সঙ্গী বা শুভাকাঙ্খী পয়লা বৈশাখ থেকে বৃষ রাশির জাতকদের জীবনে আসতে পারে। এই সম্পর্ক আপনার জীবনে দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই সময় আপনার মনে শান্তি থাকবে। নিজের উজ্জ্বল ভবিষ্যত্ দেখতে পাবেন। সমমনোভাবাপন্ন কোনও মানুষের সঙ্গে কাজ করতে পারেন। আর যদি মনে করেন চাকরি পরিবর্তন করবেন, তার জন্যেও কিন্তু এটা ভালো সময়।
(উপরোক্ত বিষয়গুলি মানতে ই–সমকালীন বাধ্য বা অনুরোধ করে না, নিজের বিচার বিবেচনা সহযোগে সিদ্ধান্ত নিন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন