Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৫ মার্চ, ২০২৫

প্রবল চাপে ইউনুস! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুর নরম, বিরোধীদের তোপ

 ‌

Yunus-under-great-pressure

সমকালীন প্রতিবেদন : বাংলাদেশে এখন রাজনৈতিক টানাপোড়েন চরমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই দেশজুড়ে ভারত-বিরোধী হাওয়া আরও প্রবল হয়েছে। অন্তর্বর্তী সরকারের একাধিক নেতা ভারতের বিরুদ্ধে তোপ দাগছেন। কিন্তু এই পরিস্থিতিতেও একেবারে ভিন্ন সুর শোনা গেল প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কণ্ঠে। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য উল্টে দিল রাজনৈতিক সমীকরণ।

নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মহম্মদ ইউনুস বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো না থেকে উপায় নেই।” তিনি আরও জানান, দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও ঐতিহাসিক সম্পর্ক এত গভীর যে, তা থেকে বিচ্যুত হওয়া সম্ভব নয়।

কিন্তু মাত্র কয়েকদিন আগেও তাঁর সরকার থেকে ভারতের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য এসেছিল। তাহলে এখন হঠাৎ এই সুর পরিবর্তন কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনুস এখন প্রবল চাপে। ঘরোয়া রাজনীতি থেকে আন্তর্জাতিক মহল—সব জায়গা থেকেই তাঁকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশে নির্বাচন নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিএনপি, জাতীয় পার্টি-সহ একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি তুলেছে। এমনকি ছাত্রদের একাংশও নতুন রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নেমেছে। তাদের মূল লক্ষ্য, শেখ হাসিনার আওয়ামি লিগকে পুরোপুরি ক্ষমতা থেকে সরানো। এই পরিস্থিতিতে ভারত, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নও চাপ বাড়াচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর।

এই চাপে পড়ে কি তাহলে নরম হতে শুরু করেছেন ইউনুস? বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কূটনীতি সামলাতে তিনি এখন আপসের পথ বেছে নিচ্ছেন। ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে ‘মেঘের ছায়া’ পড়ার কথা বলে তিনি আসলে কৌশলী অবস্থান নিচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সতর্ক করে বলেছেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, যদি নিজেদের মধ্যে সংঘাত না থামে।” 

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইউনুস জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যদিও তিনি সরাসরি আওয়ামি লিগের নাম নেননি, কিন্তু ইঙ্গিত যে তাদের দিকেই, তা স্পষ্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। যদিও ইউনুস দাবি করেছেন, অপরাধের হার বাড়েনি। তবে পুলিশের ভূমিকা নিয়ে তিনি নিজেও সন্তুষ্ট নন। স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না। অনেকেই চাইছে, আওয়ামি লিগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক। 

এই বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ইউনুস কৌশলী উত্তর দিয়েছেন—“আমরা সবাই এই দেশের নাগরিক, সবার সমান অধিকার আছে। তবে যারা অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত।” বিশ্লেষকদের মতে, ইউনুস যতই বলুন, দেশের পরিস্থিতি নিয়ে তিনি এখন প্রবল চাপে। একদিকে বিরোধীদের আন্দোলন, অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ—এই দুইয়ের মাঝে পড়ে তাঁকে প্রতি মুহূর্তে হিসাব কষে পা ফেলতে হচ্ছে। এখন দেখার, এই টালমাটাল পরিস্থিতি থেকে তিনি কতটা শক্ত হাতে বেরিয়ে আসতে পারেন।‌‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন