Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ভেজাল সসের কারখানায় হানা ডিইবির, উদ্ধার প্রচুর জাল সস সহ সস তৈরীর সামগ্রী

 ‌

Sauce-factory

সমকালীন প্রতিবেদন : ‌রমরমিয়ে চলছিল ভেজাল সস তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁর সেই জাল সসের কারখানায় হানা দিল ডিইবি। বনগাঁর কমলাপুর গাঁড়াপোতা এলাকার ওই কারখানায় হানা দিয়ে এদিন ডিইবি সস তৈরীর বিভিন্ন সামগ্রী সহ কেমিক্যাল ও বেশ কয়েক ভ্যান জাল সস, কাসুন্দি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মেসার্স পুষ্পা প্রোডাক্ট নামে গাঁড়াপোতার কমলাপুর গ্রামে একটি সস তৈরির কারখানা রয়েছে। এই কারখানার মালিক হিসেবে দেবাশিষ পাল নামে এক ব্যক্তির নাম রয়েছে। পুলিশের দাবি, এই কারখানায় ভেজাল সস, কাসুন্দি তৈরি হতো। স্থানীয় বাজার সহ বিভিন্ন বাজারে তা সরবরাহ হতো।

দীর্ঘদিন ধরে এই গ্রামে এই কারখানাটি চলছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি) এর কাছে খবর যায় যে, এই কারখানায় যে সস এবং কাসুন্দি তৈরি হয়, তার গুনমান ভালো নয়। সঠিক নিয়ম মেনে সেগুলি তৈরি করা হচ্ছে না। আর সেই অভিযোগের ভিত্তিতেই এদিন এই কারখানায় হানা দেয় ডিইবি।

এদিন হঠাৎই এভাবে পুলিশের হানায় সরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বহু মানুষ এই কারখানায় কাজ করতো। আর তার উপরে তাদের সংসার চলতো। কিন্তু এখানে কি ধরনের সস, কাসুন্দি তৈরি হতো, তা জানা নেই স্থানীয়দের। এদিন ৫টি ইঞ্জিন ভ্যানে করে কারখানায় সস এবং কাসুন্দি তৈরির সরঞ্জাম, তৈরি হওয়া সস, কাসুন্দি বাজেয়াপ্ত করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারেরা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন