Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ভারতের বোলিং ইউনিট বরুণ চক্রবর্তীকে ছাড়া যেন অসম্পূর্ণ

 

Varun-Chakraborty

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের নতুন চমকের নাম বরুণ চক্রবর্তী। প্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তার পর আন্তর্জাতিক একদিনের ম্যাচ। বল হাতে দাপট দেখাচ্ছেন ভারতের এই স্পিনার। ২০২১ সালে এই দুবাইয়ের মাটিতেই থমকে গিয়েছিল বরুণের আন্তর্জাতিক কেরিয়ার। চার বছর পর সেই দুবাইয়েই নবজন্ম হল তাঁর। অথচ, ক্রিকেটার হওয়ার ইচ্ছাই ছিল না তাঁর। তিনি চেয়েছিলেন সিনেমা বানাতে। 

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে নিজের কেরিয়ারের কথা জানিয়েছেন বরুণ। তিনি বলেন, “আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি। ২৬ বছর বয়সে মন দিয়ে ক্রিকেট খেলা শুরু করি। তার আগে আমার অন্য স্বপ্ন ছিল। স্থপতি হতে চেয়েছিলাম। সিনেমা বানাতে চেয়েছিলাম। কিন্তু ২৬ বছরের পর থেকে শুধু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছি। সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছে।”

২০২১ সালে আইপিএলের পারফরম্যান্সের জন্য সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বরুণ। কিন্তু গ্রুপ পর্বের তিনটি ম্যাচে একটিও উইকেট পাননি। ভারতও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। সেবারের সঙ্গে এবারের পরিবেশের যে কোনও মিল নেই, তা স্বীকার করেছেন ভারতীয় স্পিনার। বরুণ বলেন, “সেবার খুব শিশির পড়ছিল। রাতে বল ধরতে সমস্যা হচ্ছিল। আমি যে খুব খারাপ বল করেছিলাম, তা নয়। কিন্তু আমরা জিততে পারিনি। কিন্তু এবার আমরা ভাল ক্রিকেট খেলছি। জিতছি। তাই ভাল লাগছে।”

তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও হাল ছাড়েননি বরুণ। ঘরোয়া ক্রিকেট খেলেছেন। নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছেন। নতুন বল শিখেছেন। ফলে এখন অনেক বেশি অস্ত্র তাঁর কাছে রয়েছে। গতবারের আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছেন বরুণ। সেই পারফরম্যান্স ভারতীয় দলে তাঁর জায়গা করে দিয়েছে। টি-টোয়েন্টিতেও নজর কেড়েছেন তিনি। 

প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ ছিলেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখে শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালের বদলে তাঁকে নেওয়া হয়েছে। তাঁকে নিয়ে যে গৌতম গম্ভীর, অজিত আগরকরেরা কোনও ভুল করেননি, তার প্রমাণ দিচ্ছেন বরুণ। যে দুবাইয়ে তাঁর কেরিয়ার শেষ হতে চলেছিল, সেই দুবাইয়েই নবজন্ম হয়েছে তাঁর। সেই সঙ্গে তিনি হয়ে উঠেছেন জাতীয় দলের এক অমূল্য সম্পদ। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন