Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ মার্চ, ২০২৫

টানা তৃতীয়বার আইসিসি ট্রফির ফাইনালে ভারত

 

India-in-finals-for-3-time-in-a-row

সমকালীন প্রতিবেদন : অস্ট্রেলিয়াকে হারিয়ে পঞ্চমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। এর আগে ২০০০ সাল, ২০০২ সাল, ২০১৩ সাল, ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ২০০০ সালে ফাইনালে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 

২০১৩ সালে‌ও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১৭ সালে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল। আর ২০২৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছাল। এটি একটি নজির হিসেবে দেখা যেতে পারে। এদিকে, প্রথম দল হিসেবে টানা তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল ভারত। 

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিলেন বিরাট কোহলিরা। ২০১৭ সালে দুর্দান্ত খেলে ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে হেরে যেতে হয়েছিল। আর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও উঠল টিম ইন্ডিয়া। ফাইনাল জিততে পারবে কিনা, সেটার উত্তর মিলবে আগামী ৯ মার্চ। 

আবার পুরুষদের সিনিয়র পর্যায়ে প্রথম দল হিসেবে টানা চারটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলার রেকর্ড গড়ল ভারত। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে চারটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে খেলছে টিম ইন্ডিয়া। যে তালিকায় আছে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনাল, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। 

এতদিন সেই রেকর্ড যুগ্মভাবে ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং নিউজিল্যান্ডের দখলে ছিল। তিনটি দলই টানা তিনটি ফাইনাল খেলেছিল। ১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সালের মধ্যে টানা তিনটি ফাইনাল খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০০০ সাল থেকে ২০০৩ সালের মধ্যে টানা তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে খেলেছিল ভারত। 

আর ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে সেই নজির গড়েছিল নিউজিল্যান্ড। ভারতের রেকর্ড ভাঙল ভারতই! এর আগে কোনও দল আইসিসি টুর্নামেন্টের নক-আউট পর্যায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এত রান তাড়া করতে জিততে পারেনি। 

মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতে গিয়েছে ভারত। আগের রেকর্ডটাও ছিল ভারতেরই। ২০১১ সালের একদিনের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২৬১ রান তাড়া করে জিতেছিল টিম ইন্ডিয়া। এবার কী হয়, সেটাই দেখার। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন