Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩ মার্চ, ২০২৫

পৃথিবীর মায়া ত্যাগ করল সন্তু, নেট দুনিয়ায় শোকজ্ঞাপন

 ‌

Celebrity-Dog-Santa

সমকালীন প্রতিবেদন : ‌পৃথিবীর মায়া ত্যাগ করল বাংলাদেশের "সেলিব্রিটি ডগ" সন্তু। কি রোগ হয়েছিল তার? ৮ বছর বয়সে মৃত্যু। সন্তুর ফেসবুক পেজ থেকে রবিবার রাতে তার মৃত্যুর খবর জানানো হয়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সন্তু ব্যাপক জনপ্রিয়। লক্ষ লক্ষ মানুষ সন্তুর ভিডিও ভীষণরকম ভালবাসত। দিন চারেক আগেই ফেসবুকের একটি পোস্টে সন্তুর শরীর খারাপের কথা জানানো হয়। তারপর ঠিক কি হল সন্তুর সাথে? প্রথমে এই খবরটা কেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না? শোকবিহ্বল অনুরাগীরা। ভারত বাংলাদেশ, সন্তুর জন্য দুই পারের মানুষেরই মনখারাপ। 

"আমার মা পাখি পৃথিবীর সব আলো নিভিয়ে আকাশের তারা হয়ে গেছে। ২৬ এপ্রিল, ২০১৬ - ২ মার্চ ২০২৫, রাত ১১টা ১৫ মিনিটে, ৮ বছরের প্রাণ প্রদীপ, আমার প্রাণ পাখি, আমার প্রাণ নিয়ে চলে গেছে।" রবিবার রাতে সন্তুর ফেসবুক পেজ থেকে করা এই পোস্ট দেখার পর প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না চনমনে, ছটফটে, চঞ্চল, দুষ্টু মিষ্টি সেলিব্রেটি সারমেয় সন্তু আর নেই। 

এই পোস্টের পরেই ভারত-বাংলাদেশ, দু’দেশেই শোকের ছায়া নামে। দুঃখপ্রকাশ করেন তার অনুরাগীরা। উল্লেখ্য, ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় সন্তুর সেই ভিডিওগুলোই এখন তার লক্ষ লক্ষ অনুরাগীদের সম্বল। সন্তুর নামে খোলা সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রায়ই মজার মজার ভিডিয়ো পোস্ট করা হত। বহু মানুষ সেই ভিডিয়োর ভক্ত ছিলেন। 

ফেসবুকের আপডেট অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল সন্তু। দিন দুয়েক আগে ভারত থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্যেও পোস্ট করেছিলেন তার পরিবারের সদস্যরা। কিন্তু শেষরক্ষা হলো না। সম্ভবত 'টিক ফিভার'-এ আক্রান্ত হয়েছিল সন্তু, সেখান থেকেই শারীরিক অবনতি এবং মর্মান্তিক মৃত্যু। 

গত ১৫ দিন ধরে ভুগছিল। যে পায়ে ব্যথা ছিল, সেই পায়েও সমস্যা হচ্ছিল। এমনকি হাঁটাচলাও করতে পারছিল না ভালো করে। ভারতের পশু চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করে বাড়িতেই সমস্ত ব্যবস্থা করেছিল তার পরিবারের সদস্যরা। কিন্তু ধরে রাখা গেল না সন্তুকে। ঈশ্বরের কাছে করা সব প্রার্থনাও গেল বিফলে। 

সন্তুর এই চলে যাওয়া এখনও যেন দুপারের মানুষ মেনেই নিতে পারছেনা। যেমন বাংলাদেশের শোকের ছায়া তেমনি শোকাহত তার অগুনতি ভারতীয় অনুরাগী। শোকবার্তায় ছেয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। তার মৃত্যুর খবর জানানো পোস্ট হাজারের বেশি মানুষ শেয়ার করে দুঃখপ্রকাশ করছেন। শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘‘কী বলব কিছুই বুঝতে পারছি না।’’ 

সন্তুর মৃত্যুর খবরে এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী বলব ভাষা নেই। বুক ফেটে কান্না আসছে। সন্তু যেখানেই থাকিস ভাল থাকিস।’’ অন্য একজন লিখেছেন, ‘‘মেনে নেওয়া যাচ্ছে না। সন্তুর কথা খুবই মনে পড়বে।’’ উল্লেখ্য, বাংলাদেশের এই সারমেয় বছর দু'য়েক আগে কলকাতায় এসেছিল চিকিৎসার জন্য। সেই সময় তাকে দেখার জন্য উপচে পড়ত ভিড়। 

কলকাতার একাধিক কুকুরপ্রেমী সন্তুর সঙ্গে দেখা করেন সেইসময়। এমনকি টলিউডের বহু নায়িকা, গায়িকা তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে "সেলিব্রিটি ডগ" সন্তুর কথা। ভারতে সন্তু আসার খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়ও। বেড়ানোর পাশাপাশি সন্তুর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয় সেইবারে। তারপর থেকেই তার চিকিৎসা চলছিল। অবশেষে হলো তার মর্মান্তিক পরিণতি।‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন