সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ। বাইশ গজে তাঁর ধামাকা দেখেছেন অনেকেই। তবে এবার নিজেকে অন্য রূপে পেশ করলেন তিনি। এবার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে চলেছেন ঋষভ পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই প্রয়োজনীয় উদ্যোগও নিলেন তিনি।
তৈরি করেছেন একটি ফাউন্ডেশন। বিজ্ঞাপন থেকে আয়ের ১০ শতাংশ দুঃস্থ মানুষদের সাহায্যে দান করার কথাও জানিয়েছেন পন্থ। আসলে ক্রিকেটার হিসাবে এখন যে জায়গায় পৌঁছেছেন, তার পিছনে বহু মানুষের অবদান এবং সমর্থন রয়েছে বলে মনে করেন পন্থ। সমাজের নানা স্তরের মানুষের কাছে তিনি তাই কৃতজ্ঞ।
তাই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের পাশে দাঁড়াতে চান ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। অনেক দিন ধরেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কথা ভাবছিলেন তিনি। শেষ পর্যন্ত নিজের লক্ষ্য বাস্তবায়িত করতে গড়ে ফেললেন একটি সংস্থা। যাত্রা শুরু হল ঋষভ পন্থ ফাউন্ডেশনের।
সমাজমাধ্যমে নিজের উদ্যোগের কথা জানিয়ে পন্থ বলেছেন, ‘‘আমি এখন যা, তা সম্পূর্ণ ক্রিকেটের জন্য। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। দুর্ঘটনার পর ফিরে আসা এবং আবার মাঠে ফিরতে পেরে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা ছাড়া সম্ভব ছিল না। জীবন আমাকে শিখিয়েছে, কখনও হাল ছাড়তে নেই। আমিও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ক্রিকেট খেলে যেমন আনন্দ দিই, তেমনই অন্যভাবেও পাশে থাকতে চাই।’’
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে ভয়ংকর পথদুর্ঘটনার কবলে পড়েন পন্থ। দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। ধীরে ধীরে সুস্থ হয়ে নিজেকে ফের ২২ গজের জন্য প্রস্তুত করেন। ২০২৪ সালে ফেরেন মাঠে।
আর এবার আসন্ন আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলবেন তিনি। পালন করতে চলেছেন অধিনায়কের দায়িত্বও। তবে এসবের পাশাপাশি এখন তিনি একজন সমাজকর্মীও হতে চলেছেন, যা ক্রিকেটারদের মধ্যে অনেকাংশে বিরল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন