সমকালীন প্রতিবেদন : মহাকুম্ভের ভাইরাল শ্যামলা সুন্দরী এবার ডিরেক্ট আল্লুর নায়িকা? মালা বিক্রেতা থেকে পুষ্পা ৩ এর হিরোইন? মোহময়ী চোখ বদলে দিল মোনালিসার জীবন! জানেন ভাইরাল মোনালিসা আসলে কে? কেনই বা তাকে এভাবে ছেঁকে ধরছেন পুরুষরা? পার্লারে গিয়ে পাল্টে ফেললেন নিজেকে। তবে কি নিউ জার্নি শুরু মোনালিসার? জানুন আসল ফ্যাক্ট।
মহাকুম্ভ মেলার মাঠে পাথরের মালা বিক্রি করছিলেন। সেখান থেকেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নজর কাড়েন ইন্দোরের ষোড়শী মোনালিসা। রাতারাতি হয়ে ওঠেন সেলিব্রিটি। আসলে দুটো মায়াবী চোখ এত এত মানুষের বুকে ঝড় তুলেছে। সেই ধূসর চোখ মোনালিসার। যে মোনালিসায় মজে নেটপাড়া। কিন্তু কতটা ফেমাস হলে আল্লু আর্জুন এর সঙ্গে পুষ্পা ৩ এ স্ক্রিন শেয়ার করার অফার পাওয়া যায় বলুন তো? এমনটাও সম্ভব?
শোনা যাচ্ছে, এবার রুপোলি দুনিয়ায় পা দিতে চলেছেন মোনালিসা। দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে নাকি ডাক পেয়েছেন তিনি। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’ এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে কাস্ট করতে চান! কি শুনতে অবাক লাগছে তাই তো? এসব দেখেশুনে অনেকেই তো বলছেন, সত্যিই এমনটা হলে অভাবী মোনালিসার ভাগ্যের চাকা ঘুরে গেল !
অনেকেই এই ভাইরাল মোনালিসার ব্যাকগ্রাউন্ড জানেন না। এই সুন্দরী স্কুলের গণ্ডি ছোঁননি কোনওদিন। বাড়িতে মা-বাবা। সেই একমাত্র উপার্জনকারী। পাথরের মালা বিক্রিই যার পেশা। সে পুষ্পা ৩ এর হিরোইন! এসব শুনে যখন গোটা দেশের মানুষ হাঁ হয়ে থাকছেন, তখন মোনালিসা কিন্তু রীতিমতো বিরক্ত। কারণ, খ্যাতির চোটে বিড়ম্বনা আপাতত পিছু ছাড়ছে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোনালিসার।
অধিকাংশ ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষরা তাঁকে ঘিরে ধরে আছে একটা সেলফি তোলার জন্য। যদিও সেইসব ভিডিওর সত্যতা যাচাই করেনি ই সমকালীন। এমনকি এটাও দেখা গেছে, একদল মানুষের কুনজরের শিকার হয়ে মহাকুম্ভ মেলা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন মোনালিসা। মুখ ঢাকা। সকলেই তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছে। মোনালিসার পরিবার তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। যে ভিডিও দেখে অনেকেই বলাবলি শুরু করেছেন, এতো রীতিমতো হেনস্থা।
তবে এটা ফ্যাক্ট, আল্লুর ছবিতে চান্স পাওয়া না পাওয়া পরের ব্যাপার। প্রাথমিকভাবে ভাগ্যের চাকা যে সত্যিই ঘুরতে শুরু করেছে মোনালিসার, তা নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অলরেডি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। বিউটি পার্লারে গিয়ে নিজেকে নিউ লুক দিয়েছেন মোনালিসা ভোঁসলে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিয়োও এখন ভাইরাল। ফলে, এটা তো পরিষ্কার মালা বিক্রি অতীত। আপাতত সোশাল মিডিয়াতেই নিজের আয়ের উৎস খুঁজে পেয়েছেন কুম্ভের মোনালিসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন