Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

গাইঘাটার নৃত্যশিল্পীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক

 ‌

Dancer-Adrika

সমকালীন প্রতিবেদন : ‌গাইঘাটার নাবালিকা নৃত্যশিল্পী অদ্রিকা দাসের আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করলো। তাদের মধ্যে একজন অদ্রিকার প্রেমিক বলে জানা যাচ্ছে। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলা টিভি চ্যানেলের সৌজন্যে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার বাসিন্দা অদ্রিকা দাসই নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছে। আর সেই কারণে তার পরিচিতির গন্ডিও বেড়ে গেছে। স্তানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় একটি দুষ্ট চক্র রয়েছে, যারা এই ধরনের মেয়েদের নানাভাবে প্রলোভন দেখিয়ে খারাপ পথে নিয়ে যাচ্ছে। 

অদ্রিকাও কি সেই প্রলোভনে পা দিয়েছিল?‌ তার পরিবারের সদস্যদের কথা অনুযায়ী, অদ্রিকা সবার সঙ্গে খালো মনে মেলামেশা করতো। বাড়ির লোকেরা তাতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু ভেতরে ভেতরে অদ্রিকার উপর মানসিক চাপ বাড়ছিল, তা টের পান নি বাড়ির লোকেরা। আর তাই অদ্রিকা যে মাদকাসক্ত হতে বাধ্য হয়েছিল, তাও সম্ভবত বুঝতে পারেন নি তার বাড়ির লোকেরা।

মঙ্গলবার রাতে অদ্রিকার আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর অনেকরকম কথাবার্তা ভেসে আসছে। তার বান্ধবীরা জানিয়েছে, ইদানিং অদ্রিকা তাদেরকে কিছুটা এড়িয়ে চলতো। তাদের সঙ্গে কথা বলাটা অদ্রিকার নতুন বন্ধুরা পছন্দ করতো না। আত্মহত্যা করার রাতেও অদ্রিকার সঙ্গে কথা হয় এক বান্ধবীর। কিন্তু তখনও অদ্রিকার মনের কথা বুঝতে পারে নি ওই বান্ধবী।

অদ্রিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে বলে এলাকার ৪ যুবকের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অদ্রিকার বাবা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রকি দাস এবং সুমন্ত বিশ্বাস নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, অদ্রিকার নতুন প্রেমিক জোগাড় হয়েছে, এই সন্দেহে সুমন্তর সঙ্গে বিবাদের ফলে অদ্রিকা আত্মহত্যা করেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন