Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

টাকার লোভেই নাকি দিল্লি ক্যাপিটালস ছেড়ে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন ঋষভ পন্থ?

 

Rishabh-Pant

সমকালীন প্রতিবেদন : আসন্ন মরশুমে আইপিএলে বেশ কিছু মহাতারকা নিজেদের দলবদল ঘটিয়েছেন। এদের মধ্যে সবথেকে চর্চিত নাম সম্ভবত ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস ছেড়ে মেগা নিলামে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। তাঁকে কেন দিল্লি ক্যাপিটালস রিটেন করেনি, সেই নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল, নানা মন্তব্যও শোনা গিয়েছে। 

তবে এবার দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ হেমঙ্গ বাদানির দাবি, পন্থ অর্থের লোভেই ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন। দিল্লি ক্যাপিটালসের নতুন কোচ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ঋষভ পন্থের মতে তাঁর বাজারদর রিটেনশন ক্যাপ ১৮ কোটি টাকার অনেক বেশি এবং সেই কারণেই তিনি নিলামে উঠতে চেয়েছিলেন। 

তিনি বলেন, 'আমি যতদূর জানি জিনিসটা ভিন্ন ছিল। ও নিজেই রিটেন হতে চায়নি। ও বলেছিল ওর সঠিক দর বুঝতে আগ্রহী এবং তাই ও নিলামে উঠতে চায়। রিটেন করার জন্য খেলোয়াড় এবং ফ্র্যাঞ্চাইজি, উভয়কেই নির্দিষ্ট কিছু বিষয়ে সহমত হতে হয়। আমরা ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল। প্রচুর ফোনাফুনি হয়। তবে ও নিলামে ওঠার বিষয়ে বদ্ধপরিকর ছিল। ও বলেছিল, রিটেন করা খেলোয়াড়দের সর্বোচ্চ বেতন ১৮ কোটির থেকে বেশি দর উঠতে পারে ওর। ওর মনে হয়েছিল ওর বাজারদর বেশি এবং সেটাই দেখা যায়।'

ঋষভ পন্থকে আইপিএল নিলামে শেষমেশ সর্বকালের সর্বোচ্চ, ২৭ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। বাদানির মতে তাঁরা নিঃসন্দেহে পন্থকে মিস করবেন, যদিও কিছু করার নেই। তবে পন্থ নিজে জানিয়েছিলেন যে, তাঁর রাজধানীর ফ্রাঞ্চাইজি ছাড়ার কারণ টাকা নয়। কিংবদন্তি সুনীল গাওস্করও মনে করেছিলেন, বেতন নিয়ে বিবাদের জেরেই পন্থ দিল্লি ছেড়ে দিয়েছেন। 

তবে গাভাস্করের অভিযোগের জবাব দিয়েছিলেন তারকা ক্রিকেটার নিজেই। এবার আসন্ন সিজনে নতুন দলে তিনি কেমন খেলেন, সেটাই দেখার বিষয়। কারণ, ক্যাপ্টেন রাহুলকে ছেড়ে তাঁকে দলে নিয়েছে গোয়েঙ্কার দল। তাই পন্থের উপর যে আসন্ন সিজনে অনেকটাই নির্ভর করতে চাইবে লখনউ, তাতে কোনও সন্দেহ নেই। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন