সমকালীন প্রতিবেদন : সীমান্ত সিল হয়ে যাওয়ার আতঙ্কে বাংলাদেশে ফিরে যাওয়ার হিরিক অব্যাহত থাকলো রবিবারেও। এদিনও দেশে ফিরে যাওয়ার জন্য পেট্রাপোল সীমান্তে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেল বাংলাদেশী যাত্রীদের। ভিসার মেয়াদ শেষ না হলেও দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় যাতে না পরতে হয়, তারজন্য তড়িঘড়ি দেশে ফিরে যাওয়ার জন্য ভোরবেলা থেকেই তারা লাইনে দাঁড়িয়ে পড়েন।
ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তাঁর বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা রুজু করাকে কেন্দ্র করে বাংলাদেশের পাশাপাশি উত্তাল ভারত সহ বিভিন্ন দেশ। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রতিবাদের সুর চড়িয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে যেকোনও সময় পেট্রাপোল সহ বাংলাদেশের সঙ্গে যুক্ত সীমান্তগুলি দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হতে পারে। এমন খবর ছড়িয়ে পড়েছে বাংলাদেশী যাত্রীদের মধ্যে। আর তাই বিপদ এড়াতে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন। আর তারজন্য গত দুদিন ধরে পেট্রাপোল স্থল বন্দরে বাংলাদেশী যাত্রীদের ব্যাপক ভিড় জমে যাচ্ছে।
বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে শেখ সেলিম নামে এক যাত্রী মাত্র একদিন আগেই ভারতে আত্মীয়বাড়িতে এসেছিলেন। বেশ কয়েকদিন তাঁর এদেশে থাকার কথা ছিল। কিন্তু পরিস্থিতির কারণে তিনি নিজের সিদ্ধান্ত বদলে দ্রুত দেশে ফিরে যাচ্ছেন। শুধু শেখ সেলিমই নন, তাঁর মতো বহু বাংলাদেশী যাত্রীই এই সিদ্ধান্ত নিয়েছেন। যার কারণে প্রতিদিন বাংলাদেশে ফেরত যাওয়ার লাইন দীর্ঘ হচ্ছে।
এব্যাপারে বাংলাদেসী যাত্রী শেখ সেলিম জানালেন, 'আমরা শুনতে পাচ্ছি, সোমবার থেকে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তাই আগেই দেশে ফিরে যাচ্ছি। আমরা চাই, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, ভারতের সঙ্গে পুরনো বন্দুত্বের সম্পর্ক ফিরে আসুন। না হলে বাংলাদেশের আরও সর্বনাশ হবে। তদারকি সরকারে একদম কম বয়সী প্রতিনিধি রাখা হয়েছে, যাদের রাজনৈতিক দুরদর্শিতা নিয়ে প্রশ্ন রয়েছে। যার কারণে সমস্যা হচ্ছে।'
আর এক বাংলাদেশী নাগরিক জানালেন, 'বরাবরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। কিন্তু সাম্প্রতিককালে কিছু কিছু অংশ থেকে ভারতবিরোধী মন্তব্য করা হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমরা চাই, এইধরনের মন্তব্য বন্ধ হোক। বাংলাদেশের সাধারণ মানুষ চায়, নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার গঠন হোক, শান্তি ফিরুক দেশের অভ্যন্তরে।'
বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল একাধিক বাংলাদেশী যাত্রীর মুখে। তারা চাইছেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক, স্থায়ী সরকার গঠন হোক। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য রবিবারও বেশ বড় লাইন পড়ে যায় সীমান্তে। সাধারণ মানুষ চাইছেন, দ্রততার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন