Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নিলামের টেবিলে ৫১ কোটি দিয়েই কেকেআরকে কিনতে হবে ১৯ প্লেয়ার

 

IPL-Auction

সমকালীন প্রতিবেদন : হাতে আর বেশিদিন সময় নেই। এর আগেই মেগা নিলামের জন্য হোমওয়ার্ক করে নিতে হবে সবকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে। আর এই কাজের ক্ষেত্রে সকলের নজরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কারণ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে, তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। 

সূত্রের খবর, আসন্ন মেগা নিলামে ৫ ভারতীয় ব্যাটসম্যান রয়েছে কেকেআরের র‍্যাডারে। কিন্তু সেই ৫ ভারতীয় প্লেয়ারদের নাম কী কী? চলুন জেনে নেওয়া যাক। শোনা যাচ্ছে, কেকেআর আবার ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল নিলামে কিনতে পারে। আইপিএল ২০২৪-এ, তিনি মিডল অর্ডারে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। 

২০২১ সাল থেকে কেকেআরে ছিলেন তিনি। নাইটদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় শতরানকারী তিনি। তাঁর ব্যাটিং-বোলিং দক্ষতার জন্যই ফের তার জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর। তবে কেকেআরের যদি একজন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তাহলে ঈশান কিষান হতে পারেন দারুণ বিকল্প। 

তাঁর বিস্ফোরক ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দলকে শক্তিশালী করতে পারে। এমনকী কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্প হতে পারে ঈশান কিশান। এছাড়াও, নীতিশ রানাকে ঘরে ফেরাতে পারে নাইটরা। কারণ, ২০১৮ সাল থেকে কেকেআরে ছিলেন নীতিশ রানা। প্রায় প্রতি বছর ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। 

২০২৩ সালে অধিনাকত্বও করেছেন নীতিশ রানা। নিজেদের কোর টিমকে ধরে রাখতে ফের নীতিশ রানার জন্য বিড করতে পারে নাইটরা। তবে, ভারতীয় মারকাটারি ব্যাটার হিসেবে দীপক হুডাও টার্গেট হতে পারে কেকেআরের। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার রেকর্ড রয়েছে তাঁর। দল রিটেন না করলেও কেকেআরের জন্য ভাল বিকল্প হতে পারেন তিনি। 

পাশাপাশি, অঙ্গক্রিশ রঘুবংশীকেও ঘরে ফেরাতে পারে নাইট শিবির। কারণ, গতবার কেকেআরে ছিলেন অঙ্গক্রিশ রঘুবংশী। কয়েকটি ম্যাচে তাঁর ব্যাটিং নজর কেড়েছিল। এবারও আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। এবারের নিলামে ফের রঘুবংশীকে টার্গেট করতে পারে কেকেআর। তবে শেষমেষ কি হবে, তা বলবে সময়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন