Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

মেগা নিলামের আগে চূড়ান্ত হল কেকেআরের প্লেয়ার তালিকা

 

KKR-Player-List

সমকালীন প্রতিবেদন : ২০২৫ এর আইপিএল শুরুর আগে সব দলই বদলে যাবে। কারণ, মেগা নিলামে অনেক খেলোয়াড় দল পরিবর্তন করবেন। কেউ স্বেচ্ছায়, কেউ আবার বাধ্য হয়ে উঠবেন নিলামের টেবিলে। তবে একশো সমস্যার মধ্যে একটাই এবার স্বস্তির খবর। 

চারজনের বদলে এবার যেকোনো ফ্র্যাঞ্চাইজি পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। এই পরিস্থিতিতে কোন পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখবে কলকাতা নাইট রাইডার্স? কাঁদের ছেড়ে দেবে নাইট শিবির? এই তালিকা নিয়ে এসে গেল বড় আপডেট। এখন দেখে নিন কোন সম্ভাব্য ৫ জনকে দলে রাখতে পারে কেকেআর। 

তালিকার শুরুতেই নাম থাকতে পারে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। গতবার তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ব্যাট হাতে গত সিজনে ১৪টি ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি, যার মধ্যে ছিল একজোড়া হাফ সেঞ্চুরি। এছাড়াও, শ্রেয়সের অধিনায়কত্বের প্রশংসাও হয়েছে। 

যেভাবে তিনি দলের বোলারদের পরিচালনা করেছেন, তা নজর কেড়েছে। সেই কারণে শ্রেয়সকে ধরে রাখতে পারে কেকেআর। তালিকার দ্বিতীয়জন হতে পারেন সুনীল নারিন। গত মরসুমে ওপেন করতে নেমে দলের হয়ে সর্বাধিক ৪৮৮ রান করেছেন। আবার বল হাতে নিয়েছেন ১৭ টি উইকেট। 

তাই, গত সিজনের আগে আগে ছেড়ে দেওয়ার কথা ভাবলেও এবার যে নারিনকে কলকাতা ধরে রাখবে, তা এক প্রকার নিশ্চিত। নাইটদের রিটেন তালিকার তৃতীয় নাম হতে পারে ফিল সল্ট। গতবারই কেকেআরের হয়ে প্রথম খেলেছেন সল্ট। ১২ ইনিংসে ৪৩৫ রান করেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। উইকেটের পিছনেও ভাল দক্ষতা দেখিয়েছেন তিনি। 

তাই তাঁকেও এই মরশুমে ধরে রাখতে পারে কেকেআর। তালিকায় পরবর্তীতে নাম থাকতে পারে রিঙ্কু সিং এর। কারণ, একপ্রকার কলকাতার ঘরের ছেলে হয়ে গিয়েছেন রিঙ্কু। দলের ভবিষ্যৎ হিসেবে রিঙ্কুকে এবারের নিলামের আগেও ধরে রাখতে পারে কলকাতা। 

তালিকায় নাম থাকবে আন্দ্রে রাসেলেরও। তিনিও কেকেআরের ঘরের ছেলে হিসেবেই পরিচিত। এখনও যে তিনি ভয়ঙ্কর, তা গত সিজনেই তিনি দেখিয়েছেন। ব্যাটে-বলে নিজের কাজ করেছেন। তাই তাঁকেও কলকাতার ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে এখনো এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন