সমকালীন প্রতিবেদন : আর জি করের নক্কারজনক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। শুধুমাত্র দেশ নয়, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও নারী–পুরুষ নির্বিশেষে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রতিদিন বিভিন্নভাবে প্রতিবাদ চলছে। আর এবার সেই আঁচ গিয়ে পড়ল দুর্গাপুজোতেও।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। এবারে সেই তালিকায় যুক্ত হল উত্তরপাড়ার 'আপনাদের দুর্গাপূজা' বারোয়ারি। তারাও প্রতিবাদস্বরূপ সরকারি পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল।
এই পুজো কমিটি প্রত্যাখ্যান করল মুখ্যমন্ত্রীর ঘোষণা করা দুর্গাপুজোর অনুদানের ৮৫ হাজার টাকা। শুধু তাই নয়, এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর পুজোর জাঁকজমক কমিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন পুজো কমিটির কর্তারা।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষিত এই অনুদান অর্থ নিতে অস্বীকার করেছে দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক উৎসব কমিটি, এমনকি উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবও। এইসব ক্লাবকর্তাদের দাবী, মায়ের অনুদানের টাকা খরচ করা হোক মেয়েদের সুরক্ষার জন্য।
এবার সেই পথেই হাঁটল উত্তরপাড়ার আরও এক ক্লাব। উত্তরপাড়ার 'আপনাদের দুর্গাপুজো' বারোয়ারির সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন, 'আমরা আর জি করের তরুণী চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চাই। আর জি করের এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বের সর্বস্তরে প্রতিবাদ চলছে। তাই আমরা চুপ করে বসে না থেকে অনুদান প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালাম। অপেক্ষায় আছি, দেখি কী হয়।'
এই বারোয়ারীর আরও এক সদস্যা সীমা চট্টোপাধ্যায় বলেন, 'বাড়িতে আমার ওই চিকিৎসকের বয়সী মেয়ে আছে। এই জঘন্য ঘটনার প্রতিবাদ বিশ্বের নানা স্তরে হচ্ছে। আমরাও এই ঘটনার বিচার চাই। আমাদের পুজো কমিটি অনুদানের অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি গর্বিত। আমাদের ৮০ বছরের পুরনো এই পুজো কোনরকম সরকারী অনুদান ছাড়াই হবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন