Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২১ আগস্ট, ২০২৪

স্বাস্থ্য ভবনে নিস্ফলা বৈঠক, দাবি আন্দোলনরত চিকিৎসকদের

 

Protest-for-RGKar

সমকালীন প্রতিবেদন : স্বাস্থ্য ভবনের কর্তারা চাপের মুখে নতি স্বীকার করছেন। তাঁরা অসহায়। এমনই অভিজ্ঞতা আরজিকর কান্ডে আন্দোলনরত চিকিৎসকদের। বুধবার স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য অধিকর্তা সহ একাধিক আধিকারিকের সঙ্গে দেখা করে কথা বলে এমনই অভিজ্ঞতার সাক্ষী হলেন আন্দোলনরত চিকিৎসকেরা। 

আর জি কর হাসপাতালের পড়ুয়া চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে বুধবার স্বাস্থ্য ভবন অভিযান চালান চিকিৎসকেরা। এরপর তাঁরা তাঁদের একটি প্রতিনিধিদলকে স্বাস্থ্য ভবনের ভেতরে পাঠান। তাঁদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কথা হয়। কিন্তু কথা বলে বে‌ড়িয়ে আসার পরে তাঁরা নিজেদের হতাশা প্রকাশ করলেন সংবাদমাধ্যমের কাছে। 

সংবাদ মাধ্যমের কাছে এদিন তাঁরা নিজেদের হতাশার কথা তুলে ধরে জানান, আলোচনা থেকে কোনও আশা জাগানোর মতো কিছু পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তাঁরা হতাশ। তাঁরা স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের কাছে যে ধরনের সমস্যার কথা তুলে ধরেছেন বা সমাধানের প্রসঙ্গ তুলেছেন, তাতে তাদের মনে হয়েছে স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তারাও অসহায়। 

এদিন সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। অন্যদিকে, আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার ফের শুনানি রয়েছে। আর সেই শুনানির পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন আন্দোলনরত চিকিৎসকেরা। তবে তাঁরা নিজেদের আন্দোলন আপাতত চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। 

উল্লেখ্য, ইতিমধ্যেই আর জি কর কান্ডের তদন্তের দায়িত্ব নিয়েছে সিবিআই। আর এই কান্ডের সঙ্গে পরোক্ষভাবে নাম জড়িয়ে যাওয়া আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গত কয়েক দিন ধরে দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকেরা। আজও তাঁকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়। 

এর পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই আর জি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে সিআইএসএফ। আজ বাহিনী নিয়ে সিআইএসএফের ডিআইজি আর জি কর হাসপাতাল চত্বরে যান। তিনি জরুরী বিভাগ সহ একাধিক জায়গা ঘুরে দেখেন। যান অধ্যক্ষের ঘরেও। কোথায় কোথায় নিরাপত্তার খামতি রয়েছে, তা খতিয়ে দেখেন তিনি। 

এদিকে, এদিনও কলকাতার বিভিন্ন অঞ্চলে আর জি কর কান্ডের প্রতিবাদে মিছিল বের হয়। এদিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটি বড় মিছিল বের করা হয়। সেখানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, রাজারহাটে অন্য একটি প্রতিবাদী মিছিলে অংশ নেন তথ্যপ্রযুক্তির কর্মীরা।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন