Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২১ আগস্ট, ২০২৪

অবিকল বুমরাহ'র মতো বল করছে এক স্কুলছাত্রী, সোশ্যাল মিডিয়ায় হইচই

Lady-Bumrah

সমকালীন প্রতিবেদন : বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হলেন জশপ্রীত বুমরাহ। বিশ্বকাপে তাঁর বোলিং দেখে অবাক হয়েছেন সকলে। যেকোনো মুহূর্তে রান কম দিয়ে উইকেট নিতে সক্ষম তিনি। 

আর এই পারফেক্ট বোলিংয়ের পিছনে তাঁর এই কঠিন বোলিং অ্যাকশন অনেকটা ভূমিকা পালন করে। একেবারে ভিন্ন একরকম অ্যাকশনের জন্য বিখ্যাত বুমরাহ। অনেকেই তাঁর অ্যাকশন কপি করার চেষ্টা করেন। 

কিন্তু বুমরাহকে হুবহু নকল করা যে খুবই কঠিন, তা তিনি নিজেও জানেন। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ছড়িয়েছে ব্যাপকভাবে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ছোট্ট স্কুলছাত্রীকে। 

যে অবিকল বুমরাহর মতো অ্যাকশন ও রান আপে বল করছে। অনেকেই এই ভিডিও ক্লিপটি দেখার পর এই স্কুলছাত্রীকে 'লেডি বুমরাহ' বলে সম্বোধন করছেন। বুমরাহের অ্যাকশন কপি করা খুবই কঠিন। কারণ, ভারতীয় পেসারের অ্যাকশন একেবারেই আলাদা। 

তবে, স্কুল ইউনিফর্মে বোলিং করা এই মেয়েটি বুমরাহর অ্যাকশন খুব ভালভাবে নকল করেছে। শুধু অ্যাকশন নয়, নেটে দুর্দান্ত বোলিংও করেছেন স্কুলছাত্রীটি। অ্যাকশন ছাড়াও, স্কুল গার্লের রান আপও বুমরাহের মতোই ছিল। 

ক্লিপে দেখা যাচ্ছে যে, স্কুলছাত্রীর বল খেলতেও পারছেন না নেটে থাকা সেই ব্যাটসম্যান। তবে এই মেয়েটির পরিচয় জানা যায়নি। প্রসঙ্গত, গত টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম মুখ ছিলেন যশপ্রীত বুমরাহ। 

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই কয়েক বছরে দেশের তিন ফরম্যাটের ক্রিকেটেই বোলিং বিভাগের সবচেয়ে উজ্জ্বল মুখ হয়ে উঠেছেন বুমরাহ। ডানহাতি এই পেসার এখনও পর্যন্ত ৩৬টি টেস্ট, ৮৯টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 

টেস্টে বুমরাহ নিয়েছেন ১৫৯ উইকেট। এর বাইরে ওয়ানডে তে ১৪৯ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৯ উইকেট নিয়েছেন তিনি। আর এই মুহূর্তে তিনি ভারতীয় দলের এক বড় সম্পদ। কারণ, বুমরাহ আদতে একজন ম্যাচ-উইনার বোলার। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন