সমকালীন প্রতিবেদন : প্যারিস অলিম্পিক অভিযান শেষ করল ভারত। শনিবার ১৫তম দিনে ছিল ভারতের অল্প কয়েকটি ইভেন্ট। তাঁর মধ্যে পদক জয়ের দাবিদার ছিলেন ভারতীয় মহিলা কুস্তিগির রীতিকা হুডা। কিন্তু কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারলেন না তিনি। শেষ আটে গিয়েই আটকে গেলেন।
এরপর সামান্য একটা সম্ভাবনা ছিল ভারতের সামনে। যদি আইপেরি নিজে ফাইনাল পর্যন্ত যেতে পারতেন, তাহলে রিপিচেজ রাউন্ডে খেলে পদকের লক্ষ্যে খেলতে পারতেন রীতিকা, কিন্তু পরের রাউন্ডেই অর্থাৎ সেমিফাইনালেই হেরে গেলেন আইপেরি।
ফলে শূন্য হাতেই বিদায় নিতে হল রীতিকাকে। যার কারণে শনিবার ভারতের ঝুলিতে এল না কোনও পদকই। ৬টি পদক নিয়েই প্যারিসে অভিযান শেষ করলেন ভারতীয় ক্রীড়াবিদরা। এর মধ্যে পাঁচটি ব্রোঞ্জ পদক এবং ১টি রৌপ্য পদক এসেছে দেশে।
গতবার অর্থাৎ টোকিয়ো অলিম্পিক্সে সাতটি পদক জিতেছিল ভারত, এবার এল একটি কম। প্যারিস অলিম্পিক্সের ১৫তম দিনে ভারতের কুস্তিগির রীতিকা থেকে গলফার অদিতি অশোক, কেউই নজর কাড়তে পারলেন না।
এদিন ভারতের বেশি ইভেন্ট ছিল না। তার মধ্যে একমাত্র কুস্তি থেকেই আশা করা হয়েছিল পদক আসতে পারে। তবে সেখানেও নিরাশা ছাড়া আর কিছুই এল না। এদিকে, ভিনেশ ফোগটের মামলাটিরও নিষ্পত্তি হল না শনিবার।
১৩ অগাস্ট ভিনেশকে নিয়ে চূড়ান্ত রায় জানাবে সিএএস। সেদিনই জানা যাবে, ভারত গতবারের সাফল্য অর্থাৎ ৭টি অলিম্পিক্স পদক ছুঁতে পারবে কিনা। আপাতত ভারত শেষ করল নীরজ চোপড়ার রৌপ্য পদক এবং মানু ভাকের, স্বপ্নিল কুসালে, সরবজ্যোৎ সিং, আমন শেরাওয়াত এবং ভারতীয় হকি দলের ব্রোঞ্জ পদক দিয়ে।
এর মধ্যে মানু ভাকের একাই জিতে নেন জোড়া ব্রোঞ্জ পদক। তাঁর মাধ্যমে বহুদিন পর শুটিংয়ে পদক আসে ভারতের ঝুলিতে। তবে এই পদক সংখ্যা বাড়বে কিনা, তার জন্য আপাতত দেশবাসীর চোখ থাকবে মঙ্গলবার সিএএসের রায়ের দিকেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন