Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

আইপিএল থেকে বাদ পড়বেন দেশ–বিদেশের একাধিক প্লেয়ার

 

Excluded-from-IPL

সমকালীন প্রতিবেদন : ‌২০২৫ সালের আইপিএল-এর আগে মেগা নিলামের আসর বসতে চলেছে। অনেক বড় খেলোয়াড়ই এই নিলামে দলবদল করবেন বলে জোর জল্পনা চলছে ক্রিকেট মহলে। তবে এবারের আইপিএল-এ বেশ কয়েকজন নামি খেলোয়াড় নাও খেলতে পারেন। কারণ, অনেকেই এবার নিলামে অবিক্রিত থেকে যেতে পারেন। 

আর এই খেলোয়াড়দের মধ্যে প্রথমেই যাঁর নাম আসে, তিনি হলেন শিখর ধাওয়ান। আইপিএলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। গত মরশুমে তিনি পঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন। তবে বছর ৩৮-এর ধাওয়ানের তত্ত্বাবধানে পঞ্জাব কিংস এখনও কোনও মরশুমেই তেমন আহামরি পারফর্ম করতে পারেননি। 

গত মরশুমের দীর্ঘ সময়টা চোটের কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছে শিখরকে। বর্তমানে তাঁর বয়স যেমন ৩৮-এর গণ্ডি পার করেছে, তেমনই আজকাল নিয়মিত ক্রিকেট খেলেন না তিনি। উপরন্তু, হালে তাঁর চোটসমস্যাও বেড়েছে। 

এই কারণগুলিই শিখরকে দলে নেওয়ার থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে বিরত রাখতে পারে। বাদের তালিকায় দ্বিতীয় সবথেকে উল্লেখযোগ্য নাম হল, কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও কিন্তু তিনি বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম হিসেবেই বিবেচিত হন। 

এদিকে, ধাওয়ানের মতো কেন উইলিয়ামসনও সাম্প্রতিক সময়ে চোটের কবলে পড়েছেন। এর প্রভাব পড়েছে তাঁর পারফরম্যান্সেও। এই কিউয়ি তারকার স্ট্রাইক রেট অনেক সময়ই সমালোচনার মুখে পড়েছে। সেই কারণেই একসময় আইপিএল মাতালেও স্টিভ স্মিথ বর্তমানে আইপিএলে সুযোগ পাচ্ছেন না। 

একই জিনিস কিন্তু উইলিয়ামসনের সঙ্গেও ঘটতে পারে। এই তালিকার তৃতীয় নামটি হল ডেভিড ওয়ার্নার। গত আইপিএল মরশুমটা দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারেই আহামরি কাটেনি ওয়ার্নারের। ৮ ম্যাচে মাত্র ১৬৮ রান করেছিলেন তিনি। ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। 

ওয়ার্নারের দখলে আইপিএলে গুচ্ছ গুচ্ছ রান রয়েছে বটে, তবে ফ্র্যাঞ্চাইজিরা ভবিষ্যতের কথা মাথায় রেখে ৩৭ বছরের ওয়ার্নারের বদলে তরুণ কাউকে পরখ করে নেওয়ার দিকে ঝুঁকতে পারে। তবে শেষমেষ কি হবে, তা জানা যাবে মেগা নিলামের দিনেই। 





‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন