সমকালীন প্রতিবেদন : রং, তুলিকে হাতিয়ার করে আর জি কর কাণ্ডের নীরব প্রতিবাদে নামলেন বনগাঁর চিত্রশিল্পীরা। মঙ্গলবার বিকেলে প্রায় দু'ঘণ্টা ধরে নীলদর্পণ এর সামনে এই নীরব প্রতিবাদে সামিল হয়েছিলেন বনগাঁর শতাধিক চিত্রশিল্পী এবং শিক্ষার্থীর।
আর জি করের চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক পরিণতির ঘটনায় রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্যের কোনায় কোনায় প্রতিদিন বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। সোমবার কলকাতার একাডেমী চত্বরেও হাজির হয়েছিলেন চিত্রশিল্পীরা।
আর এবার বনগাঁর চিত্রশিল্পীরা প্রতিবাদে পথে নামলেন। তবে তাদের প্রতিবাদের ধরন অন্যদের থেকে একটু আলাদা। তাঁরা পথে নেমে স্লোগানের বদলে তাঁদের তুলিকেই তাঁদের প্রতিবাদের হাতিয়ার করলেন।
এদিন বনগাঁ চারুকলা পর্ষদের আহ্বানে সাড়া দিয়েছিলেন বনগাঁর বহু শিল্পী এবং শিক্ষার্থী। তাঁরা নীলদর্পণের সামনে বসে পড়ে রং, তুলি নিয়ে ছবি এঁকে নীরব প্রতিবাদ করেন।
এ ব্যাপারে বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মন্ডল জানান, 'আর জি করের ঘটনা অন্যদের মতো আমাদের মতো শিল্পীদেরকেও কাঁদিয়ে দিয়েছে। তাই আমরাও আজ পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের মূল হাতিয়ার রং, তুলি। আর সেই হাতিয়ারকে সঙ্গী করেই আমরা আজ নীরব প্রতিবাদে সামিল হয়েছি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন